#CWC2019: বাঙালি শাকিবের শতরান উসকে দিল সৌরভের টনটনের-শতরানের স্মৃতি, দেখুন

বিশ সাল বাদ..বাঙালির বিশ্বকাপের শতরানের স্মৃতি উসকে দিলেন এক আরেক বাঙালি

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 17, 2019 11:22 PM IST
#CWC2019: বাঙালি শাকিবের শতরান উসকে দিল সৌরভের টনটনের-শতরানের স্মৃতি, দেখুন
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 17, 2019 11:22 PM IST

#টনটন : টনটনের মঞ্চে ২০ বছর আগে এক বাঙালি লড়েছিলেন বিশ্বকে বার্তা দেওয়ার জন্য তিনি লম্বা রেসের ঘোড়া ৷ আর কুড়ি বছর বাদে আরেক বাঙালি সেই মঞ্চেই নিজেকে প্রমাণ করে দিলেন তিনি ফুরিয়ে যাননি ৷

সালটা ১৯৯৯ ,সেটাও একটা বিশ্বকাপের মঞ্চ ৷ ভ্যেনুটা ছিল টনটনই ৷ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের দারুণ ইনিংস খেলেছিলেন মহারাজ ৷ তিন বছর আগে অভিষেক ঘটলেও এই ম্যাচ থেকে বিশ্বকে বার্তা দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া ৷ সৌরভ, রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে সেই ম্যাচে ৩১৮ রানের পার্টনারশিপ করেছিলেন ৷ যা আজও সকলের মনেই অম্লান ৷ সেটা হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে ২৬ মে ১৯৯৯ ৷

আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই বিশ্বকাপের  মঞ্চেই আবারও এক বাঙালি টনটনে শতরান করে ফেললেন ৷ তিনি শাকিব আল হাসান ৷ তিনি এদিন শতরান করলেন ৷ ২০ বছর আগে এক বাঙালির লড়াই ছিল নিজের জমি শক্ত করার ৷ আর ২০ বছর বাদের এই বাঙালির লড়াইও ছিল নিজেকে প্রথম একাদশের উপযুক্ত প্রমাণ করার ৷ আর সেটাই করলেন শাকিব ৷ তিনি নিজেই টিম ম্যানেজমেন্টের কাছে দাবি করেছিলেন তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো হক তাঁকে আর নিজের দাবির মর্যাদা রাখলেন তিনি ৷ এদিনের শাকিবের ইনিংস সাজানো এদিন তিনি ১৬ টি চার মারেন ৷

আরও দেখুন

First published: 11:13:46 PM Jun 17, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर