#CWC2019: কেন চার নম্বরে পন্থ? উত্তরে যা বললেন রোহিত চমকে যাবেন, দেখুন ভিডিও

#CWC2019: কেন চার নম্বরে পন্থ? উত্তরে যা বললেন রোহিত চমকে যাবেন, দেখুন ভিডিও

Photo- AFP

 • Share this:

  #বার্মিংহ্যাম : ঋষভ পন্থ কবে বিশ্বকাপে খেলবেন, কোথায় খেলবেন এই নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে কথা চলছিল ৷ অবশেষে সব জল্পনা শেষ করে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপ অভিষেক হয়ে গেছে পন্থের ৷ এদিনের ম্যাচে চার নম্বরে খেলতে নামানো হয়েছিল তাঁকে ৷ কেন টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়া ও ধোনিদের ব্যাটিং ক্রম ঘেঁটে দিয়ে পন্থকে চার নম্বরে নামানো হয়েছে তা নিয়ে প্রশ্ন ছিল ৷

  ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে রোহিত যখন মুখোমুখি হন তখন তাঁকেও এই প্রশ্ন করা হয় ৷ এই প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নেন তিনি ৷ তারপর ভারি মজার উত্তর দেন তিনি ৷ তিনি বলেন , ‘মোটেই না, আপনারই চেয়েছিলেন ঋষভ পন্থ খেলুক, চেয়েছিলেন তো, সারা দেশ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল ঋষভ কোথায়, ঋষভ কোথায়, এই নিন ঋষভ চার নম্বরে ৷ ’

  আরও দেখুন

    আরও দেখুন
  First published:

  লেটেস্ট খবর