#বার্মিংহ্যাম : বিশ্বকাপে আরও একটা শতরান সেরে নিলেন রোহিত শর্মা ৷ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান দিয়ে এবারের বিশ্বকাপে অভিযান শুরু করেছিলেন তিনি ৷ ১২২ রানে অপরাজিত ছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে ৷ তারপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৪০ রান করেন ৷ আর রবিবাসরীয় বার্মিংহ্যামে ফের করে ফেললেন শতরান৷ এদিন ১০৯ বলে ১০২ রান করে আউট হন তিনি ৷ এটা রোহিতের একদিনের আন্তর্জাতিকে ২৫ তম শতরান ৷
এদিকে এদিন রোহিত শতরান করে বিশ্বকাপে চারটি শতরানের মালিক হলেন ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়েরও বিশ্বকাপে চারটি শতরান ছিল ৷ সৌরভের ২১ টি ইনিংসে ৪ টি শতরান ছিল, তার মোট রান ১০০৬৷ এদিকে রোহিত চারটি শতরানের মালিক হলেন ১৪ ম্যাচে এই শতরান করলেন তিনি ৷ তাঁর ৭৭০ রান রয়েছে ৷
আরও দেখুনTop man Rohit Sharma brings up his 25th ODI ton off 106 deliveriespic.twitter.com/GqGAZ3iR07
— BCCI (@BCCI) June 30, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, Rohit Sharma, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, রোহিত শর্মা