#Breaking: বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি

Bangla Editor | News18 Bangla
Updated:Jul 03, 2019 03:05 PM IST
#Breaking: বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি
Bangla Editor | News18 Bangla
Updated:Jul 03, 2019 03:05 PM IST

#বার্মিংহ্যাম : ধোনির কী শেষ ম্যাচ খেলা-র সময় এসে গেল ৷ বিসিসিআই সূত্রের সাম্প্রতিক খবরে ফের একবার ধোনির অবসরের জল্পনায় উত্তাল ৷ ২০১৯ বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ৷ তাহলে সেমিফাইনাল অবধি খেলছেন মহেন্দ্র সিং ধোনি এটা আপাতত নিশ্চিত ৷ কিন্তু এরপর যদি ভারত ফাইনালের টিকিট না পায় তাহলে কী সেটাই মাহির জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ হবে ?

বিসিসিআই সূত্রের খবর এবারের বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচ মাহির জাতীয় দলে জার্সি গায়ে শেষ ম্যাচ হতে চলেছে ৷ এরপর ফ্যানরা আর মেন ইন ব্লু-র জার্সিতে তাঁকে আর খেলতে দেখতে পাবেন না ৷

১৪ জুলাই বিশ্বকাপের ফাইনাল যদি মাহির রিটায়েরমেন্টের ম্যাচ হয় তাহলে ফেয়ারওয়েলও দারুণ কিছুভাবে একটা দেওয়া হতে পারে ৷ বিশ্বকাপের পরে তাঁর খেলা চালিয়ে যাওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ এমনটা জানিয়েছেন বিসিসআইয়ের আধিকারিক ৷

Loading...

আরও দেখুন

 

First published: 03:05:38 PM Jul 03, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर