#লন্ডন : বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক ৷ চেতন শর্মা ১৯৮৭ সালে যে কাজ করেছিলেন সেই কাজ ফের হল বিশ্বকাপের ম্যাচে দ্বিতীয়বার কোনও ভারতীয় বোলার হ্যাটট্রিকের নজির গড়লেন ৷ এদিনের শামির পারফরম্যান্সের পর গোটা ক্রিকেটমহল প্রশংসায় মজেছে ৷
সেদিন আফগানিস্তানের বিরুদ্ধে মহম্মদ শামি ছাড়া আরও একজন পেসার তাঁকে দারুণ সঙ্গত দিয়েছিলেন তিনি জসপ্রীত বুমরাহ ৷ তিনি এদিনের ম্যান অফ দ্য ম্যাচও হন ৷ এরপরেই বুমরাহ শামিকে জিজ্ঞাসা করেন তাঁর এই সাফল্য কাকে দেবেন ৷ উত্তরে যা জানালেন শামি দেখে নিন ...
আরও দেখুনPACE SPECIAL: @Jaspritbumrah93 & @MdShami11 discuss #TeamIndia's bowling heroics against Afghanistan & that very special Shami hat-trick - Interview by @RajalArora Full video linkhttps://t.co/13rbvlM24i pic.twitter.com/B9Zd2Xm4K3
— BCCI (@BCCI) June 23, 2019