#সাউদাম্পটন : বিশ্বকাপের দলে গেছেন কিন্তু প্রথম এগারোয় সুযোগ মেলে না এ এক অসম্ভব কষ্ট ৷ আর এই কষ্টকেই যেন সাউদাম্পটনে মাঠে ঢেলে দিলেন মহম্মদ শামি ৷ ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক হলেন বঙ্গ পেসার ৷ পাশাপাশি ২০১৯ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক নিজের নামে লিখে নিলেন তিনি ৷
এদিন মহম্মদ শামি ম্যাচের শেষ ওভারে হয়ে উঠলেন গেম চেঞ্জার ভারতের বিরুদ্ধে যিনি ব্যাট চিতিয়ে লড়াই করছিলেন সেই অর্ধ শতরান পূর্ণ করা নবীকে আউট করে ভারতের জয় কার্যত নিশ্চিত করে দেন তিনি পাশাপাশি এর পরের আরও দুটি বলে দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিক নিজের নামে লিখে নেন তিনি ৷ এদিন অবশ্য শামির শেষ ওভারের শুধু প্রশংসা করলে তাঁর বোলিংয়ের প্রতি বিচার হবে না ৷ ভুবনেশ্বর কুমারের চোট থাকায় এদিন পাঁচ ম্যাচ পরে প্রথম সুযোগ পেয়েছিলেন তিনি ৷ জসপ্রীত বুমরাহের সঙ্গে নতুন বল হাতে তিনিই যেন বেশি ঝকঝক করছিলেন ৷
এদিকে এদিন চেতন শর্মার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি ৷ চেতন শর্মা ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসের প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন ৷ তাঁর তিনটি উইকেটই ছিল বোল্ড ৷
এদিন শামি -র প্রথম উইকেটটি ক্যাচ আউট বাকি দুটি বোল্ড ৷ দেখে নিন চেতন শর্মার হ্যাটট্রিকের সেই মুহূর্ত ৷
আরও দেখুন