corona virus btn
corona virus btn
Loading

#CWC2019: রবীন্দ্র জাডেজাকে সঙ্গী করে নতুন রেকর্ড গড়লেন মাহি,জানুন

#CWC2019: রবীন্দ্র জাডেজাকে সঙ্গী করে নতুন রেকর্ড গড়লেন মাহি,জানুন
Photo Courtesy- Reuters

বিশ্বকাপে প্রথম সুযোগেই রেকর্ড বইয়ে নাম তুললেন রবীন্দ্র জাডেজা

  • Share this:

#হেডেংলি : মহেন্দ্র সিং ধোনি - নাকি ব্যাট তুলে রাখবেন , নাকি তাঁর ব্যাট তুলে রাখা উচিত এই সব প্রশ্নে -র উত্তর দিলেন পারফরম্যান্স দিয়ে ৷ উইকেটের পিছনে দারুণ দক্ষতায় আরও একবার ছাপ রাখলেন তিনি ৷ আর নেমেই আবার রেকর্ড বইয়ে নিজের নাম তুলে নিলেন মাহি ৷ জাডেজাকে সঙ্গী করে জুটি-তে লুটির নজির গড়লেন তিনি ৷

সুযোগ পেয়েছিলেন এই ম্যাচেই, আর প্রথম ওভারেই বাজিমাত করে যান রবীন্দ্র জাডেজা ৷ জাডেজা এদিন মহম্মদ শামির জায়গায় দলে সুযোগ পান ৷ কুশল মেন্ডিসকে আউট করার পরেই নজির গড়লেন তিনি ৷ ধোনি-জাডেজা জুটিতে ২৯ টি আউট হল ৷

এর আগে এই রেকর্ড ছিল নয়ন মোঙ্গিয়া ও বেঙ্কটেশ প্রসাদ জুটির দখলে ছিল ২৮ টি উইকেট ৷ ধোনি ও জাডেজা জুটিতে আউটের পরিসংখ্যানে আছে ১৯ টি স্টাম্পিং ও ১০ টি কট বিহাইন্ড রয়েছে ৷

এই তালিকার ধোনির সঙ্গে দ্বিতীয় সেরা যুগলবন্দি হরভজন সিংয়ের আউটের সংখ্যা ২৫ টি ৷

আরও দেখুন

First published: July 6, 2019, 8:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर