#CWC2019: বিতর্ক দূরে সরাতে গ্লাভস থেকে ‘সেনার বলিদান’-র চিহ্ন মুছে ফেললেন ধোনি

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 09, 2019 11:42 PM IST
#CWC2019: বিতর্ক দূরে সরাতে গ্লাভস থেকে ‘সেনার বলিদান’-র চিহ্ন মুছে ফেললেন ধোনি
Photo- AFP
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 09, 2019 11:42 PM IST

#লন্ডন : আইসিসি-র নির্দেশ মেনে নিজের গ্লাভস থেকে সেনার বলিদানের চিহ্ন ইনসিগনিয়া মুছে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ৷ গত দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে গ্লাফভসে সে লোগো ছিল রবিবারের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কিপিং করার সময় আর সেই লোগো দেখা গেল না ৷

ধোনির 'বলিদান ব্যাচ' বিতর্ক৷ উইকেট কিপিংয়ের গ্লাভস থেকে সেনা বাহিনীর বলিদান ব্যাচ সরাতে মহেন্দ্র সিং ধোনি নিয়ে বিসিসিআই-কে অনুরোধ করেছিল আইসিসি৷ বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে গ্লাভসে ভারতীয় সেনাবাহিনীর প্রতীক 'বলিদান ব্যাচ' লাগানো গ্লাভসে উইকেটকিপিং করছিলেন ধোনি৷ প্রাথমিকভাবে বিসিসিআই ধোনির গ্লাভসের সিম্বল নিয়ে লড়াই করলেও নিজেদের অবস্থানে অনড় থাকে আইসিসি ৷ আর এরই জেরে ধোনি আবার সাধারণ গ্লাভস পড়েই বাইশ গজে নামলেন ৷ #DhoniKeepTheGlove বলে টুইটারে ট্রেন্ডিং হয়েছিল একটা মত কিনত্ু নিয়মের কাছে নতি স্বীকার করতে হল ৷

gloves-630x420

২০১১ সালে বিশ্বকাপ জেতার পর ভারতীয় সেনা ধোনিকে সম্মানসূচক কর্নেলের পদ দেয়। সেই সময় তিনি বেশ কিছুদিন প্যারা রেজিমেন্টের সঙ্গে ট্রেনিংও করেন। সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে সেনাবাহিনীর বলিদানের প্রতীক দেওয়া গ্লাভস পরেন ধোনি৷

আও দেখুন

Loading...

First published: 11:42:41 PM Jun 09, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर