বৃষ্টিতে ভেস্তে যাওয়া দলগুলির তালিকায় নাম লিখিয়ে ফেলল ভারতও ৷ বারবার বৃষ্টির জেরে এক বল তো দূরের কথা টসও করা গেল না ট্রেন্টব্রিজে ৷ ফলে যা হওয়ার তাই হল ভারত ও নিউজিল্যান্ড দু‘দলই নিজেদের পয়েন্ট শেয়ার করে নিল ৷
যদি খেলা টয়েন্টি -টয়েন্টি করে দেওয়া হয় তাহলে এখনও ম্যাচের কাট অফ টাইম হাতে থাকছে, কিন্তু পরের পর্যবেক্ষণের আগেই ফের দুঃসংবাদ ফের শুরু হয়েছে বৃষ্টি ৷
পর্যবেক্ষণের পর পর্যবেক্ষণ হয়েই চলেছে কিন্তু যে খবরের আশায় এখনও বসে রয়েছে ক্রিকেটপ্রেমীর সেই সুখবর এল না ৷ যেভাবে এগোচ্ছে তাতে ম্যাচ বাতিলের সিদ্ধান্তের সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷
সাড়ে বারোটার পর্যবেক্ষণেও সুরাহা হল না আবারও এক ঘন্টা বাদে মাঠ পর্যবেক্ষণ করে দেখবেন আম্পায়ররা ৷ আসলে আগের বারের শেষ পর্যবেক্ষণের পর ফের বৃষ্টি হওয়ায় স্থানীয় সময় সাড়ে বারোটার ইন্সপেকশনে ফের খুশি নন আম্পায়ররা ৷ ভিজে রয়েছে আউট ফিল্ড ৷
এক ঘন্টা বাদে স্থানীয় সময় সাড়ে এগারোটায় যে পরিদর্শন হওয়ার কথা ছিল তারপরেও ম্যাচ শুরুর সবুজ সংকেত দিলেন না আম্পায়ররা ৷ মাঠের কভার সরানো হয়েছিল, কিন্তু তারপরেও আবার শুরু হয় বৃষ্টি ৷ ফলে মাঠ আবার কভার ঢেকে দেওয়া হয়েছে ৷ স্থানীয় সময় ২-৪ অবধিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
পরপর বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যাওয়া এবার সেই হাল হবে কী ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচেরও ৷ স্থানীয় সময় সাড়ে দশটায় পরিদর্শনের পর ফের এক ঘন্টা বাদে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ররা ৷
বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই অপরাজিত দল ৷ বৃহস্পতিবার নটিংহ্যামে ভারত বনাম নিউজিল্যান্ড ৷ ওয়ার্ম আপে কিউইদের কাছে হার ৷ সেই সঙ্গে শিখরের চোট ৷ কঠিন চ্যালেঞ্জের সামনে বিরাট ব্রিগেড ৷ তবে সব ছাপিয়ে নজর নটিংহ্যামের আকাশে ৷
এদিকে যদি এভাবেই বৃষ্টি হয়ে যায় তাহলে হয়ত ৫০ ওভারের ম্যাচ খেলানো সম্ভব হবে না , সেক্ষেত্র ম্যাচ ২০-২০ হয়ে যাওয়ার সম্ভবনা থাকবে ৷