#লন্ডন : ক্রিকেট মাঠে চমৎকার পারফরম্যান্স বেন স্টোকস ৷ তিনি এদিন পঞ্চাশ ওভারের ইনিংস খেলার সময় ৮৪ রান করেন ৷ ৯৮ বলে ৫ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি ৷ অন্যদিকে সুপার ওভারে তিনি ১০ রান করেন ৷ এদিন হয়ত শতরান করেননি তিনি , কিন্তু তাঁর এই ৯৪ রানের ইনিংস ইংল্যান্ডকে কাঙ্খিত বিশ্বকাপ এনে দিয়েছে ৷ স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচ তিনি ৷
তবে এদিন জয়ের আনন্দের পাশাপাশি একটা আক্ষেপ থেকে গেল বেন স্টোকসের ৷ তিনি এদিন একটি ছয় রান নির্ধারিত ৫০ ওভারের খেলার সময়ে পান ৷ যেটা আসলে দু রান ছিল পরে তাঁর ব্যাটে লেগে সেই বল বাউন্ডারিতে গিয়ে চার হয়ে যায় ৷ ওই বলে ছয় রান পান তিনি ৷ ম্যাচের পর স্টোকস এই রানের জন্য আক্ষেপ করেছেন ৷ তিনি বলেছেন তিনি যতদিন থাকবেন এই রান কটি তাঁকে গ্লানি দেবে ৷
কারণ স্টোকসও জানেন বিশ্বকাপের ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় ওই রান তাঁর ব্যাট না এলে ফল অন্য হতে পারত ৷ তিনি জানেন এই রানের জন্যই দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেও কাপ অধরাই থাকল তাঁদের ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ben strokes, England, ICC Cricket World Cup 2019, World Cup Champion