corona virus btn
corona virus btn
Loading

#CWC2019: বিলেতে ‘টোটাল’ টিম গেম, পরিসংখ্যানকে দুরমুশ করে অজিদের বিরুদ্ধে কামাল কোহলিদের

#CWC2019: বিলেতে ‘টোটাল’ টিম গেম, পরিসংখ্যানকে দুরমুশ করে অজিদের বিরুদ্ধে কামাল কোহলিদের
Photo Courtesy- Twitter
  • Share this:
#লন্ডন : ওভালে ম্যাচ খেলার আগে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি পরিসংখ্যান ছিল ৮-৩ , আর এদিনের ম্যাচের পর সেটা হয়ে গেল ৷ আর এদিনের জয়ের ফলে পরপর দুটি ম্যাচ জিতে অক্সিজেন একেবারে চনমনে হয়ে ভরে গেল গোটা ভারতীয় শিবিরে ৷ এদিনের গোটা ম্যাচে টিম গেমে বাজিমাত ভারতের ৷ অন্যদিকে ভারতের বিশাল ৩৫২ রানের চাপে দেবে গেল পেশাদার অস্ট্রেলিয়া ৷

কখনও বুমরাহ কখনও ভুবনেশ্বর কুমার, কখনও চাহাল বল করে নড়িয়ে দিলেন অস্ট্রেলিয়াকে ৷ ভারতের পাহাড় প্রমাণ ৩৫২ টপকে জয়ের প্রয়োজনীয় ৩৫২ রান করার লক্ষ্যে এগোতে এগিয়ে প্রথমে ধীরে চলো নীতি নিলেও কখনই বড় রান করার দিকে এগোতে পারেনি অজিরা  ৷ একের পর এক উইকেট খুইয়ে ক্রমশই কোনঠাসা হয়ে পড়ে তারা ৷

অধিনায়ক ফিঞ্চ ৩৫ বলে ৩৬ করে রানআউট হন ৷ দলের শতরান আসে ওয়ার্নার ও স্মিথের ব্যাটিংয়ের সময় ৷ শ্লথতম অর্ধ শতরান করে ফেলেন ওয়ার্নার ৷ এদিকে অর্ধ শতরান করার পর বেশি সময় উইকেটে টেকেননি তিনি ৷ ৮৪ বলে ৫৬ রান করে আউট হলেন তিনি ৷ চাহালের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দেন তিনি ৷ লড়াকু অর্ধ শতরান স্টিভ স্মিথের ৷ ৬০ বলে ৫৩ রান করলেন তিনি ৷ তাঁর ইনিংসে রয়েছে ২ টি চার ও ১টি ছয় ৷ এরপর খোওয়াজার ধৈর্যশীল ইনিংসকে ফুলস্টপ দেন বুমরাহ ৷ তিনি বোল্ড করে দেন অজি ক্রিকেটারকে ৷ এরপর পরপর স্মিথ, স্টোয়ানিস ,ম্যাক্সওয়েল আউট হয়ে যান ৷

Photo Courtesy- Twitter Photo Courtesy- Twitter

এর আগে বিশ্বকাপের মঞ্চে যে পরিমাণ রান চেজ হয়েছে তার নজিরকে পেরিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে   রানের লক্ষ্যমাত্রা তৈরি করল বিরাট এন্ড কোং ৷ বিরাট আউট হন ৮২ রান করে ৷ ৭৭ বলে এই রান করেন তিনি ৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ৩ টি ছয় দিয়ে ৷ ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান করল ভারত ৷ রোহিত-ধাওয়াম যে শুরুটা করেছিলেন সেই ভিতে দারুণ ইনিংস গড়লেন বিরাট-পান্ডিয়া-ধোনিরা৷

ধাওয়ান - রোহিতদের পর ব্যাট হাতে সফল বিরাট কোহলিও ৷ ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এল অর্ধ শতরান ৷

দারুণ ছন্দে শিখর ধাওয়ান ৷ রোহিত ৫৭ করে আউট হয়ে গেলেও ধাওয়ান ধৈর্য হারাননি ৷ তিনি শতরান ফোকাস করেই এদিন যেন খেলছিলেন ৷ এদিনের শতরান সাজানো ১৩ টি চার দিয়ে ৷ ১১৭ রানে অবশ্য আউট হয়ে যান ধাওয়ান ৷

dhawan

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রীতিমতো বুদ্ধি করে প্ল্যানিং করে শুরু ভারতীয় ওপেনিং জুটির ৷ শিখর ধাওয়ান ও রোহিত শর্মা দারুণ বুদ্ধিদীপ্ত ধীরে চলো নীতিতে ইনিংস সাজিয়েছেন ৷ রোহিত অর্ধ শতরান করার পরেই আউট হলেন ৫৭ রানে ৷ কোল্টার নিলে -র শিকার তিনি ৷

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে লন্ডনে উন্মাদনা তুঙ্গে ৷ পাঁচ বারের বিশ্বকাপজয়ী বনাম দু‘বারের বিশ্বকাপ জয়ী লড়াই নিয়ে বাইশ গজে লড়াই ৷টসে জিতে ব্যাট করছে ভারত ৷

সুপার সানডে-তে বিশ্বকাপের সবচেয়ে কঠিনতম ম্যাচে ভারত। ওভালে সামনে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকা অস্ট্রেলিয়া।

Photo Courtesy- Twitter Photo Courtesy- Twitter Photo Courtesy- Twitter Photo Courtesy- Twitter

ক্যাঙারু শিকারে পেসেই বাজি বিরাটের। ওভালের ফ্ল্যাট উইকেটে বাউন্স রয়েছে।ওভালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ৷ ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই  ৷ দলে কোহলি, রোহিত, ধাওয়ান, লোকেশ রাহুল, ধোনি, কেদার, হার্দিক, ভুবনেশ্বর, বুমরা, কুলদীপ ও চাহাল ৷   বিশ্বকাপে টানা দু’ম্যাচ জেতা অস্ট্রেলিয়ায় দলও অপরিবর্তিত ৷

আরও দেখুন

First published: June 9, 2019, 11:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर