#CWC2019: শ্রীলঙ্কার বিদায় কার্যত নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের সেমি আরও পাকা হল...

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 28, 2019 11:47 PM IST
#CWC2019: শ্রীলঙ্কার বিদায় কার্যত নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের সেমি আরও পাকা হল...
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 28, 2019 11:47 PM IST

#লন্ডন : শ্রীলঙ্কা , দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৷ ৯ উইকেটে ম্যাচ জিতেছে প্রোটিয়া বাহিনী৷ এদিনের হারের পর শ্রীলঙ্কার ৭ টি ম্যাচের মাত্র দুটিতে জিতেছে ৷ এই মুহূর্তে তাদের পয়েন্ট ৬ ৷ তাদের আর দুটি ম্যাচ বাকি রয়েছে দুটিতেই যদি জেতে তাহলে তাদের সর্বাধিক ১০ পয়েন্ট অবধি হতে পারে ৷ ইতিমধ্যেই অজি ব্রিগেড ১২ পয়েন্ট পেয়ে গেছে ৷ ভারত ও নিউজিল্যান্ডের ১১ পয়েন্ট হয়ে গেছে ৷

ইংল্যান্ড চারের মধ্যে থাকলেও ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একটা রিস্ক জোনে রয়েছে ৷ তাদের বাকি আরও দুটি ম্যাচ , দুটোই জিতলে তারা সেফ মার্ক ১২ পাবে ৷ কিন্তু যদি ফের পা ফস্কায় তাহলে তাদের চাপ তৈরি হবে ৷

Table

নেট রান রেটেও এই মুহূ্র্তে সবচেয়ে ভালো জায়গায় ভারত ৷ পাশাপাশি তারা ৬ টি ম্যাচ খেলায় তাদের হাতে আরও তিনটি ম্যাচ রয়েছে , যা আর বাকি দলগুলির থেকে অ্যাডভানটেজ ৷ কারণ বাকি সব দলের বড়জোড় দুটি করে ম্যাচ বাকি রয়েছে ৷আরও একটা ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হল বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ৷ কারণ দুটি দলই ৭ টি-র ৩ টি ম্যাচ জিতেছে , আর পয়েন্ট রয়েছে ৭ ৷

 ১০ দলের এই বিশ্বকাপে সবাই খেলবে ন’টি করে ম্যাচ। কোনও দল সব ম্যাচ জিতলে সর্বাধিক ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শেষ করবে তারা। ফলে সেমিফাইনালের ম্যাজিক ফিগার হচ্ছে ১২। ইতিমধ্যেই সেই পয়েন্ট নিয়ে শেষ চারের প্রথম দল হিসেবে উঠেছে অস্ট্রেলিয়া। লড়াই এখন তিন দলের মধ্যে। ভারতের হাতে আছে আরও তিনটি ম্যাচ। ছয় ম্যাচ খেলে এখন ১১ পয়েন্টে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। এক ম্যাচ জিতলে বিরাটদের পয়েন্ট হবে ১৩। আর সব ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে শেষ করবেন বিরাটরা।

Loading...

আরও দেখুন

First published: 11:47:06 PM Jun 28, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर