• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • #CWC2019: IND vs PAK: মেগা ম্যাচের মধ্যেই পাক নাগরিকের গলায় ভারতের জাতীয় সঙ্গীতের ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

#CWC2019: IND vs PAK: মেগা ম্যাচের মধ্যেই পাক নাগরিকের গলায় ভারতের জাতীয় সঙ্গীতের ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Photo Courtesy- Facebook / রবীন্দ্রনাথঠাকুর ও রবীন্দ্রসংগীত

Photo Courtesy- Facebook / রবীন্দ্রনাথঠাকুর ও রবীন্দ্রসংগীত

 • Share this:

  #কলকাতা : ভারত বনাম পাকিস্তান বা বলা ভালো ক্ল্যাশ অফ টাইটান ৷ এ সময়ে আবেগের মাত্রা যেন আরও বেশি হয়ে ওঠে ৷ দুই দেশের মধ্যের চিরন্তন লড়াই বাইশ গজেও মারাত্মক আকার নেয় ৷ সমর্থকরাও আবেগে ভেসে বেশির ভাগ ক্ষেত্রেই একে অপরকে ছোট করেন ৷ এটাই চেনা ছবি ৷

  তবে এই ছবিটা অনেকটাই বদলে গিয়েছিল যখন এক পাকিস্তানি ফ্যান গ্যালারিতে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছিলেন ৷ এশিয়া কাপের ম্যাচে দেখা গিয়েছিল এই ছবি ৷ ভিডিও হয়েছিল ভাইরাল ৷ তবে দু‘দেশের কূটনৈতিক সম্পর্কের জেরে যেহেতু আইসিসি ইভেন্ট ছাড়া দু‘দেশ খেলে না তাই এই মেগা ম্যাচ নিয়ে আগ্রহও থাকে চরমে ৷ তাই বিশ্বকাপে ফের যখন দু‘দল মুখোমুখি হয়েছে তখন এই ভিডিও ফের হল ভাইরাল ৷ সোশ্যাল মিডিয়ায় দেদার চলছে এই পাকিস্তানি সমর্থকের গাওয়া ভারতের জাতীয় সঙ্গীতের ভিডিওটি ৷

  আরও একবার দেখে নিন সেই ভিডিওটি

    আরও দেখুন
  First published: