Home /News /sports /
CWC2019: ধোনিকে নিয়ে হঠাৎ কেন ভিডিও পোস্ট করল আইসিসি, জল্পনা তুঙ্গে , ভিডিও হল ভাইরাল

CWC2019: ধোনিকে নিয়ে হঠাৎ কেন ভিডিও পোস্ট করল আইসিসি, জল্পনা তুঙ্গে , ভিডিও হল ভাইরাল

Photo Courtesy- Twitter Video Grab

Photo Courtesy- Twitter Video Grab

 • Share this:

  #হেডেংলি : মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে নানা দিকে নানা বিতর্ক ৷ কখনও বোর্ড সূত্র থেকে বলা হচ্ছে যেকোনও দিন ধোনি অবসর নিয়ে নেবেন আবার কখনও ধোনি নিজেই বলছেন তিনি শ্রীলঙ্কা ম্যাচের পরেই অবসর ঘোষণা করুন এমনটা চেয়েছিলেন অনেকেই ৷ কিন্তু তাঁরা কারা সে বিষয়ে ধোঁয়াশা ৷ এই অবস্থায় আইসিসি আবার ধোনির অবসর বিতর্কে ইন্ধন দিল ৷

  আইসিসি নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে ধোনিকে নিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করে ৷ তিন মিনিটের এই ভিডিওতে ধোনিকে নিয়ে ক্রিকেট মহল কীভাবে ভাবে তারই বিভিন্ন দিক উঠে এসেছে ৷ গল্পটা এখানেই যখন কোনো ক্রিকেটার অবসর গ্রহণ করেন তখনই এধরণের ভিডিও দিয়ে শ্রদ্ধা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ৷ ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার, অল রাউন্ডার বেন স্টোকস ও আফগানিস্থানের উইকেটকিপার মহম্মদ শাহজাদকে।যাঁরা ধোনির ভূয়সী প্রশংসা করে জানাচ্ছেন যে, তাঁরা ধোনির কত বড় ফ্যান।এদিকে ধোনিকে নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরও ৷

  এদিকে সচিন তেন্ডুলকর বলেছেন, যেখানে তিনি জানিয়েছেন, ‘আমি যত জন অধিনায়কের অধীনে ক্রিকেট খেলেছি তার মধ্যে ধোনিই সেরা।’ ভিডিয়োর মাঝে মাঝে তুলে ধরা হয়েছে ধোনির ক্রিকেট জীবনের কিছু সেরা মুহূর্ত। এদিকে বিশ্বকাপ স্পেশাল ভিডিওতে আইসিসি যেরকম ট্রিটমেন্ট করছে এই ভিডিওতে সেরকম কিছু নেই ৷ এক গভীর নীরবতা দিয়ে শেষ হচ্ছে ভিডিও ৷ যার ফলে ধোনির অবসর বিতর্ক আর কিছুতেই থিতু হচ্ছে না ৷
  আরও দেখুন
  First published:

  Tags: ICC Cricket World Cup 2019, Mahendra Singh Dhoni, Viral Video

  পরবর্তী খবর