#ম্যাঞ্চেস্টার: রোহিত শর্মার অনেক ফ্যান -ফলোয়িং ৷ আর হবে নাই বা কেন রোহিত শর্মা হচ্ছেন এমন এক ক্রিকেটার যাঁর চওড়া ব্যাটের ওপর ভরসা করতে পারে গোটা দল, পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ফ্যানরাও ৷
রোহিত শর্মা ম্যাচ খেললে নিয়মিত মাঠে হাজির থাকেন তাঁর স্ত্রী রীতিকা সজদে ৷ এবারের বিশ্বকাপের ম্যাচ চলাকালীন গ্যালারিতে হাজির রীতিকাকে দেখে স্লোগান উঠল ৷ তবে তা কোনও খারাপ কিছু নয় ৷ একেবারে স্বামী গর্বে আরও একটু গর্বিত হয়ে উঠতে পারেন রীতিকা এমনই ছিল স্লোগানের ঢঙ ৷ ভারতীয় দলের সমর্থক ভারত আর্মি এমন এক ভিডিও পোস্ট করা হয়েছে ৷ যেখানে বলা হচ্ছে , ‘দশ রূপয় কা পেপসি,রোহিত শর্মা সেক্সি’
দেখে নিন সেই ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, Rohit Sharma, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, রোহিত শর্মা