corona virus btn
corona virus btn
Loading

#CWC2019 : Eng vs Aus: লর্ডসে মেগা ম্যাচ, ইংরেজ ও অজিদের জাত্যাভিমানে কে দেবে কাকে টক্কর

#CWC2019 : Eng vs Aus: লর্ডসে মেগা ম্যাচ, ইংরেজ ও অজিদের জাত্যাভিমানে কে দেবে কাকে টক্কর
  • Share this:

#লন্ডন :ফাইনাল না হক এটা ফাইনালের একটা ড্রেস রিহার্সাল এমনটা মনে করা যেতেই পারে ৷ ক্রিকেট বিশ্বের তাবড় ফ্যানরা এই টক্কর দেখার জন্য চেয়ে থাকে ৷

চুয়াল্লিশ বছর আগের এমন-ই এক জুন মাসে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই চার উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। চুয়াল্লিশ বছর পর লর্ডসে কী হবে ? উত্তর জানতে তাল ঠুকছে ক্রিকেট বিশ্ব।

আজ থেকে বত্রিশ বছর আগে এটাই ছিল ইডেনের ছবি। উপমহাদেশের মাটিতে প্রথমবার অস্ট্রেলিয়ার মুঠোয় ক্রিকেট দুনিয়া। চিরশক্র ইংল্যান্ডকে হারিয়ে কলকাতা থেকে প্রথমবার চ্যাম্পিয়নের তকমা বর্ডারের অস্ট্রেলিয়ার গায়ে। লর্ডস ম্যাচের আগে ফিরে দেখা বিশ্বকাপে চুয়াল্লিশ বছরের লড়াইকে।

সত্তরের দশক থেকে একদিনের ক্রিকেটে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত বাইশ ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে বারোটি ম্যাচ। ইংল্যান্ড পিছিয়ে এখনও দুটি ম্যাচে। ঘরের মাঠেও অজি দাপট সামলাতে পারেনি ইংল্যান্ড। পনেরো ম্যাচে তারা হেরেছে আটটি ম্যাচে। বিশ্বকাপে এযাবৎ সাতটি ম্যাচে সাতটি ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়া। জিতেছে পাঁচটি ম্যাচে। উনিশশো পঁচাত্তর সালের আঠেরোই জুন হেডিংলিতে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দু’দেশ। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া জিতেছিল চার উইকেটে। দু’দেশের বাকি লড়াই এই রকম

 
First published: June 24, 2019, 9:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर