#CWC2019: বিরাট কোহলিকে টেক্কা দিলেন ‘ফ্যান’ বাবর আজম

#CWC2019: বিরাট কোহলিকে টেক্কা দিলেন ‘ফ্যান’ বাবর আজম

Photo - Reuters

 • Share this:

  #বার্মিংহ্যাম:  ম্যাচ জেতো নইলে বিশ্বকাপ থেকে ছিটকে যাও এই অবস্থায় নিউজিল্যান্ড বিরুদ্ধে ম্যাচে দারুণ জয় পাকিস্তানের ৷ ৬ উইকেটে ম্যাচ জয়ের অন্যতম নায়ক বাবর আজম ৷ ১২৭ বলে ১০১ রান অপরাজিত ছিলেন তিনি ৷ এই বিশ্বকাপে এখনও অবধি অপরাজিত রয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার ৷ বাবর আজম জয়ের পরে জানিয়েছেন , ‘‘এটা আমার সেরা ইনিংস, দ্বিতীয় ইনিংসে উইকেট খুব শক্ত হয়ে গিয়েছিল ৷ ম্যাচের শেষ অবধি টিকে থাকা আর আমার ১০০ শতাংশ দেওয়ার লক্ষ্য ছিল ৷ ‘

  তিনি আরও বলেছেন, ‘‘আমরা যখন শুরু করেছিলাম তখন টার্গেট ছিল ফার্গুসনকে লক্ষ্য রেখেছিলাম , যখন স্ট্যানার এল তখন লক্ষ্য ছিল ওর কাছে উইকেট খোয়াবো না ৷ বার্মিংহ্যামে আমাদের দর্শকরা যেভাবে সমর্থন করেছেন সেটা নিঃসন্দেহে দারুণ ৷ ’’

  Photo - Reuters Photo - Reuters

  এদিকে এদিন বাবর আজম টপকে গেলেন বিরাট কোহলিকে ৷ কোহলি -র সাতটা কম ইনিংস খেলে ৩০০০ রানের মালিক হলেন তিনি ৷ বিশ্ব ক্রিকেটে এটা দ্বিতীয় দ্রুততম, তাঁর আগে রয়েছেন শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ৷ আমলা মাত্র ৫৭ ইনিংসে এই রান করে ফেলেছিলেন ৷

  শুধু ৩০০০ রানেই নয় ১০০০, ও ২০০০- রান করার ক্ষেত্রেও বিরাট কোহলির চেয়ে কম ইনিংস নিয়েছিলেন তাঁর ভক্ত বাবর আজম ৷

  টুইট

  এছাড়াও এদিন বাবর আজম পাকিস্তানের ৩২ বছরের খরা কাটালেন ৷ ১৯৮৭ বিশ্বকাপে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নেমে শেষবার শতরান করেছিলেন জাভেদ মিয়াদাদ ৷ তারপর মিডল অর্ডার পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে শতরান পেলেন বাবর আজম ৷

  আরও দেখুন

   
  First published:

  লেটেস্ট খবর