#বার্মিংহ্যাম : ৮৭ -র চারুলতা এখন ফ্যান অফ দ্য ম্যাচ ৷ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে পারফরম্যান্স করে যেরকম নজর কেড়েছেন রোহিত-হার্দিকরা ৷ ঠিক তেমনিই গ্যালারি মাতিয়ে মন কেড়ে নিলেন চারুলতা ৷ ৮৭ বছরের ‘তরুণী’ এদিন হার মানিয়ে দেন যেন আর সকলকে ৷
এদিকে ভাইরাল এই দিদা জানিয়েছেন তিনি ঠিক কী করেন ৷ তিনি বলেছেন যখনই ভারত ম্যাচ খেলে তখনই দলের জয়ের জন্য প্রার্থনা করেন তিনি ৷ তিনি আরও জানিয়েছেন তিনি অসম্ভব ঈশ্বর ভক্ত ৷ তিনি মানেন মাতাজী ও গণেশকে ৷ তাঁদের থেকে আশীর্বাদ নিয়েই তিনি প্রার্থনা করেন ৷ এদিন তাঁকে নিয়ে মুগ্ধ গোটা দলের ক্রিকেটাররাও ৷ বিরাট কোহলি ও রোহিত শর্মারা তাঁর সঙ্গে আলাদা করে দেখা করেন ৷ বিরাট তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ৷ চারুলতা জানিয়েছেন ঠিক কী কী করেন তিনি দলের সাফল্যের জন্য ৷
আরও দেখুন#WATCH 87 year old Charulata Patel who was seen cheering for India in the stands during #BANvIND match: India will win the world cup. I pray to Lord Ganesha that India wins. I bless the team always. #CWC19 pic.twitter.com/lo3BtN7NtD
— ANI (@ANI) July 2, 2019