#লন্ডন: ভারতের কাছে বার্মিংহ্যামে ২৯ রানে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ৷ কিন্তু পারফরম্যান্সের ভিত্তিতে দলের একজন ক্রিকেটারের নাম যদি বলা যায়, তাহলে অবশ্যই সাকিব আল হাসানের কথা আলাদাভাবে বলতে হয় ৷ বিশ্বকাপে তাঁর দল ছিটকে গেলেও নতুন নজির গড়লেন সাকিব ৷ প্রথম ক্রিকেটার হিসেবে একটি বিশ্বকাপে ৫০০ রান এবং ১০-এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। চলতি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় এখন দু’নম্বরে থাকলেও নতুন রেকর্ড গড়তে সফল সাকিব ৷
বিশ্বের এক নম্বর অল রাউন্ডারের চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত রান ৫৪২ । বল হাতে তুলে নিয়েছেন ১১টি উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামবে বাংলাদেশ ৷ ওই ম্যাচে সাকিবের একটা বড় রান মানে, রান সংগ্রাহকের তালিকায় ফের এক নম্বরে উঠে আসবেন তিনি ৷