corona virus btn
corona virus btn
Loading

আট বছর পর উইকেটকিপারের দয়ায় দু-দু’বার স্টাম্পড হওয়া থেকে বাঁচলেন ধোনি ! দেখুন ভিডিও

আট বছর পর উইকেটকিপারের দয়ায় দু-দু’বার স্টাম্পড হওয়া থেকে বাঁচলেন ধোনি ! দেখুন ভিডিও
Photo Source: Twitter
  • Share this:

#ম্যাঞ্চেস্টার: এভাবেও আউট হওয়া থেকে বেঁচে যাওয়া যায় ! নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হবে না ৷ ম্যাঞ্চেস্টারে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে স্টাম্পড প্রায় হয়েই গিয়েছিলেন ৷ কিন্তু সহজ স্টাম্পিংও করতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক শাই হোপ ৷ যেভাবে এদিন তিনি স্টাম্পিং মিস করলেন, তাতে ধোনির উচিৎ হোপকে পরে আলাদা করে কোনও পার্টিতে আমন্ত্রণ করা ৷ আর একবার নয়, দু’দুবার স্টাম্পিংয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হোপ ৷ সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে ইতিমধ্যেই ট্রোলিং শুরু হয়ে গিয়েছে ৷ সবারই প্রশ্ন, শাই হোপ তখন কী কথা ভাবছিলেন উইকেটের পিছনে দাঁড়িয়ে ? এমন সহজ স্টাম্পিং মিস বিশ্বকাপের মতো বড় আসরে, কেউ আগে কখনও দেখেছে বলে মনে করতে পারছেন না ৷ ভারতের ইনিংসের ৩৫তম ওভারে ঘটনাটি ঘটে ৷

First published: June 27, 2019, 6:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर