#বার্মিংহ্যাম: দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর এই প্রথম বিশ্বকাপে রান তাড়ায় নেমেছিলেন বিরাটরা। এটাই ছিল প্রথম রিয়াল টেস্ট। বড় রানের টার্গেট। কিন্তু ফাইনাল ফ্রন্টিয়ার পেরোতে ব্যর্থ টিম ইন্ডিয়া। ভাঙল এই বিশ্বকাপে একমাত্র অপরাজিত টিমের তকমাও। হার্দিক আউট হওয়ার পর ধোনি-কেদারের স্লো ব্যাটিং নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
শামি, বুমরাহ, হার্দিকের জন্য মাঝের ওভারে ইংল্যান্ড ব্যাটসম্যানদের চাপে রেখেছিল ভারত। শেষ দিকে স্টোকসের তাণ্ডবে স্কোর তিনশো পেরিয়ে যায়। রোহিত বলছেন, স্টোকসের ইনিংস ফ্যাক্টর। আর মোক্ষম সময়ে হার্দিকের আউট হয়ে যাওয়া।
Vice-captain @ImRo45 lightened up the post-match press conference when asked about Rishabh Pant #TeamIndia #ENGvIND #CWC19 pic.twitter.com/NSv3zVqFT3
— BCCI (@BCCI) June 30, 2019
শামি-বুমরাহের দাপুটে বোলিংয়ের দিনে ফ্যাকাসে কুল-চা জুটি। রয়, বেয়ারস্টোদের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে একদিনের কেরিয়ারের সবচেয়ে খারাপ বোলিং যজুবেন্দ্র চাহালের। তাও স্পিন জুটির পাশেই থাকছে হিটম্যানের সাপোর্ট।
অনেক প্রশ্ন। অনেক ধোঁয়াশা ৷ তারমধ্যে একদিনের ব্রেক। মঙ্গলবারই সামনে বাংলাদেশ। শেষ চারের টিকিট আর শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত ফেলে রাখতে চান না বিরাট।