#মুম্বই: চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক খাতায়-কলমে রবীন্দ্র জাদেজা। কিন্তু সবাই জানে জাদেজা শুধু নামের অধিনায়ক। আসল রিমোট থাকছে মহেন্দ্র সিং ধোনির হাতেই। চলতি আইপিএলে এখনও জয়ের স্বাদ পায়নি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচেই সঙ্গী হয়েছে হার। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে। তারপর দুশোর উপর রান তুলেও শেষ ওভারে লখনউ সুপার জায়ান্টসের কাছে পরাজয়।
রবিবার তাই মরশুমের প্রথম জয়ের খোঁজে নামছেন এমএস ধোনিরা। পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের অবস্থা অবশ্য তুলনায় ভালো। শুক্রবার কেকেআরের কাছে হারলেও পকেটে দু’পয়েন্ট রয়েছে প্রীতি জিন্টার দলের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিল তারা। তবে গত ম্যাচে আন্দ্রে রাসেল যেভাবে দুরমুশ করেছেন পাঞ্জাব বোলারদের, সেই আতঙ্ক দ্রুত কাটিয়ে ওঠা মুশকিল।
চেন্নাইয়ের বোলিং আবার অভিজ্ঞতার অভাবে ভুগছে। দীপক চাহার চোটের জন্য নেই। টনসিলে সংক্রমণের জন্য গত ২৬ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেথ-ওভার বিশেষজ্ঞ ক্রিস জর্ডন। কিউয়ি পেসার অ্যাডাম মিলনেরও চোট। কার্যত হাসপাতালের চেহারা নিয়েছে চেন্নাই শিবির। নাইটদের বিরুদ্ধে আবার ব্যাটিংই ডুবিয়েছে পঞ্জাবকে।Poetry and Pose! 👨🏻🎨#WhistlePodu #Yellove 🦁💛 @imjadeja pic.twitter.com/OE9d6yGGJo
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2022
অধিনায়ক নিজেই রানের মধ্যে নেই। তবে হারের পরও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন মায়াঙ্ক। যদিও রবিবার উল্টোদিকে খোঁচা খাওয়া বাঘের মতো রয়েছেন রবীন্দ্র জাদেজারা। ঘুরে দাঁড়ানোর সেই লড়াইয়ে ধোনির হাতেই থাকবে সিএসকে’র রিমোট। পঞ্জাবের জন্য সুখবর, আজকে তাদের দলে থাকতে পারেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাঠে নামলে শক্তি অনেকটাই বেড়ে যাবে প্রীতি জিন্টার দলের।
তাছাড়া চেন্নাই দলের শিবম দুবে শেষ ম্যাচে ব্যাট হাতে সফল হলেও, প্রচুর মার খেয়েছিলেন বল করতে এসে। মঈন আলি অবশ্য চেন্নাইকে অল রাউন্ড পারফরম্যান্সে কতটা সাহায্য করতে পারেন সেটাই দেখার। আগের ম্যাচে রবিন উথাপ্পা সফল হয়েছিলেন সিএসকের হয়ে। এবার অবশ্য পঞ্জাব কিংস রাবাডা, আর্শদীপদের লাগিয়ে তাড়াতাড়ি তুলে নিতে চাইবে চেন্নাই ওপেনারদের। লেগ স্পিনার রাহুল চাহারও ধোনিদের চাপে ফেলার চেষ্টা করবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।