Home /News /sports /
IPL 2021: এটাই কি ধোনির শেষ IPL? জবাব দিলেন CSK-র শীর্ষ কর্তা

IPL 2021: এটাই কি ধোনির শেষ IPL? জবাব দিলেন CSK-র শীর্ষ কর্তা

এম এস ধোনি৷

এম এস ধোনি৷

সিএসকে কর্তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন, ধোনি নিজে কোনও সিদ্ধান্ত না নিলে আপাতত তাঁর হাতেই থাকছে চেন্নাইয়ের ব্যাটন৷

  • Last Updated :
  • Share this:
#মুম্বাই: শুক্রবার থেকে আইপিএল-এর ঢাকে কাঠি পড়ছে৷ আর শনিবার দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস৷ আইপিএল-এ অন্যতম সফল দক্ষিণের এই দলটির সঙ্গে যেন সমার্থক হয়ে উঠেছেন তাদের অধিনায়ক এম এস ধোনি৷ গতবছর আইপিএল-এ চেন্নাইয়ের পারফরম্যান্স ভাল না হওয়া সত্ত্বেও এবার সেই ধোনির উপরেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট৷

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি আইপিএল থেকে কবে অবসর নেবেন, তা নিয়ে গত বছরও বিস্তর চর্চা হয়েছে৷ এবারেও টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে৷ প্রশ্ন উঠতে শুরু করেছে, এটাই কি ধোনির শেষ আইপিএল?

সিএসকে কর্তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন, ধোনি নিজে কোনও সিদ্ধান্ত না নিলে আপাতত তাঁর হাতেই থাকছে চেন্নাইয়ের ব্যাটন৷ এ বছর তো বটেই, বরং ভবিষ্যতের জন্যও এখনই কোনও নাম বিকল্প হিসেবে ভাবছে না চেন্নাই৷ সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার মনে হয় না এটা ধোনির শেষ মরশুম হবে৷ এটা যদিও আমার ব্যক্তিগত মত তবে মনে হয় না এই মুহূর্তে আমরা অন্য কারও কথা ভাবছি৷'

দলের আরও দুই গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ সদস্যকে নিয়েও মুখ খুলেছেন সিএসকে শীর্ষ কর্তা৷ তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা এবং সুরেশ রায়না৷ চোট সারিয়ে ফের মাঠে ফিরছেন জাদেজা৷ আর রায়না গত বছর আইপিএলে অংশ নেননি৷ সিএসকে কর্তার দাবি, এনসিএ-র ছাড়পত্র পাওয়ার পর প্র্যাক্টিসে যথেষ্টই ছন্দে রয়েছেন জাদেজা৷ আইপিএল শুরু হতে হতে তিনি ফিট হয়ে যাবেন বলে আশাবাদী চেন্নাই শিবির৷

সিএসকে-র সিইও রায়নাকে নিয়েও আশাবাদী৷ সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলে আইপিএল-এর প্রস্তুতি সেরেছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা৷ কাশী বিশ্বনাথন বলেন, 'সুরেশ রায়না দীর্ঘ সময় ধরে আইপিএল-এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল৷ সিএসকে-র সাফল্যে ওর অবদান প্রচুর৷ এত বড় মাপের একজন খেলোয়াড় আইপিএল-এ ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছে৷ '

এ বছরই নিলামে চেতেশ্বর পূজারাকে দলে নিয়েছে চেন্নাই৷ সীমিত ওভারের ক্রিকেটের জন্য পূজারা কতটা উপযুক্ত, তা নিয়ে সন্দিহান অনেকেই৷ চেন্নাইয়ের শীর্ষ কর্তা অবশ্য মনে করেন, পূজারার যা ক্ষমতা এবং তাঁর টেকনিক এতটাই পোক্ত যে সব ধরনের ফরম্যাটেই তিনি মানিয়ে নিতে পারবেন৷ সিএসকে-র সিইও বলেন, 'আমাদের মতে চেন্নাইয়ের জন্য পূজারা যথেষ্ট অবদান রাখার ক্ষমতা রাখে৷ সেই কারণেই ওকে দলে নেওয়া হয়েছে৷ দলে ওর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে৷ তবে প্রথম কয়েকটি ম্যাচেই পূজারা সুযোগ পাবে কি না, সেটা হয়তো এখনই বলা সম্ভব নয়৷ তবে সেটা গুরুত্বপূর্ণও নয়৷ আমরা ওর অবদানের দিকে তাকিয়ে রয়েছি৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Chennai Super Kings, IPL 2021, M.S Dhoni