রাঁচি: আইপিএল ২০২৩-কে পাখির চোখ করে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে চারবারের আইপিএল জয়ী অধিনায়ক এমএস ধোনি। নেটে ঘাম ঝরাচ্ছেন এমএসডি। সম্ভবত এবারের আইপিএলই ধোনির শেষ মরসুম। তাই আইপিএলকে বিদায় জানানোর আগে তা স্মরণীয় করে রাখতে চান ধোনি। সিএসকে-কে পঞ্চমবার ট্রফি এনে দিতে কোনও খামতি রাখছেন না মাহি। তার আগে নেটে অনুশীলনের ছবি সামনে এসেছিল ধোনির। এবার আইপিএল ২০২৩-এর আগে ভাইরাল ধোনির ব্যাটিং অনুশীলনের ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং অনুশীলন করছেন এমএস ধোনি। চেহারা আগের থেকে অনেকটাই ঝরিয়েছেন সিএসকে অধিনায়ক। নেটে সেই পুরোনো মারমুখি মেজাজে ব্যাটিং করছেন ধোনি। ভিডিওতে দুটি শট মারতে দেখা গিয়েছে মাহিকে। একটিকে লং অনের উপর দিয়ে বিগ হিট করেন এমএসডি। অপরটিতে ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শট, মিড উইকেটের উপর দিয়ে। আইপিএলের আগে নেটে ধোনিকে ছন্দে দেখে খুশি সিএসকে ফ্যানেরা।
MS Dhoni smashing 6s during today’s practice session! #Dhoni #IPL2023 #CSK @msdhoni pic.twitter.com/ZiVROmMVs4
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 30, 2023
আরও পড়ুনঃ Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও ম্যাচ ফিনিশার এমএস ধোনি। এখনও পর্যন্ত ৪ বার দলকে শিরোপা জিতিয়েছেন ধোনি। সবথেকে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডও রয়েছে সিএসকের দখলে। মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এ এখনও পর্যন্ত ২৩৪ ম্যাচের ২০৬টি ইনিংসে ৩৯.২ গড়ে ৪,৯৭৮ রান করেছেন যার মধ্যে ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি লিগে ৩৪৬টি চার ও ২২৯টি ছক্কা মেরেছেন। সম্ভবত তার কেরিয়ারের শেষ আইপিএলে প্রিয় মাহির কাছ থেকে আরও একবার ধোনি ধামাকা দেখার অপেক্ষায় ফ্যানেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।