আমেদাবাদ: বয়স বয়স মাত্র ২৩। সামনে পড়ে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। ভবিষ্যতে কি করবেন কেউ জানে না। কিন্তু এখন যা করছেন তাতে মুগ্ধ সকলে। শুভমন গিল যে আগামী ১০ বছর ভারতীয় ক্রিকেটে রাজত্ব করবেন এটা নিশ্চিত। গ্রিনের বল মিড অনে ঠেলে ১ রান নিতেই গর্জে উঠল মোতেরা! ৪৯ বলে শতরান শুভমান গিলের। হেলমেট হাতে বড় লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাতের আস্ফালন। তারপর মাথা নত করে গ্যালারির অভিবাদন গ্রহণ।
গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে করতালিতে ব্যস্ত। ডাগ-আউটে আবেগে ভাসলেন নেতা হার্দিকও। প্রতিপক্ষ ক্যাপ্টেন রোহিতও এগিয়ে এসে গিলকে অভিনন্দন জানালেন। ধারাভাষ্যকারও উত্তেজিত, শুভমন গিলিং মুম্বই। কিলিং বললেও অত্যুক্তি হত না। সেঞ্চুরির পরেও মুম্বই বোলারদের রেওয়াত করেননি তিনি। শেষ পর্যন্ত তাঁকে আউট করে রোহিতদের স্বস্তি ফেরান আকাশ মাধওয়াল।
ইনিংস বিরতিতে ম্যাচের নায়ক বললেন, আইপিএলে এখনও পর্যন্ত এটা আমার সেরা ইনিংস। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিরুদ্ধে হারটা মেনে নেওয়া কঠিন ছিল। ঘুরে দাঁড়ানোর জন্য এমন ইনিংসেরই প্রয়োজন ছিল। মোতেরার পিচ আমার খুব পছন্দের। এখানে সেরাটা মেলে ধরতে পেরে আপ্লুত। এরপর নায়কের সংযোজন, বৃষ্টির কারণে প্রথম চার ওভারে ব্যাট করা সহজ ছিল না। তবে তারপর বল ভালোভাবে ব্যাটে আসছিল।
From the secret behind his third century of the season to getting confidence from the skipper 🙌
Captain @hardikpandya7 interviews centurion @ShubmanGill post @gujarat_titans‘ superb #Qualifier2 win 👌🏻👌🏻 – By @ameyatilak
Full Interview 🎥🔽 #TATAIPLhttps://t.co/sqPVeDJKXs pic.twitter.com/BvFRHT2JXz
— IndianPremierLeague (@IPL) May 27, 2023
আর আমি কাছের বাউন্ডারিকেই টার্গেট করেছিলাম। উল্লেখ্য, সম্প্রতি স্বপ্নের ছন্দে রয়েছেন শুভমান গিল। চলতি আইপিএলে এটি তাঁর তৃতীয় শতরান। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন। এদিন তো দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর ব্যাটিং অনুরাগীদের ভিডিও গেমের কথা মনে করিয়ে দিয়েছে। বেহরনডর্ফ, ক্রিস জর্ডন হোক বা অভিজ্ঞ পীযূষ চাওলা, কাউকেই রেয়াত করেননি।
ম্যাচের পর শুভমন গিলকে প্রশংসায় ভরিয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও। গিল অবশ্য এখানেই থেমে থাকতে রাজি নন। দলকে যখন ফাইনালে তুলতে পেরেছেন তখন চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চান। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই বোলিং বিভাগে মুম্বইয়ের থেকে অনেক কঠিন প্রতিপক্ষ, অভিজ্ঞতা বেশি। তবে সেসব নিয়ে ভাবছেন না গিল। শুধু উপভোগ করতে চান আর একটা ম্যাচ।
চাপ নয়, মনের সুখে খেলতে চান রবিবার সন্ধ্যায়। যদি প্রথম দিকে আউট না হন তাহলে ধোনির কপালেও শনি নাচছে বলে দেওয়া যায়। কারণ যে ছন্দে আছেন তাতে পাওয়ার প্লে পর্যন্ত টিকে গেলে চেন্নাই বোলারদের মেরে খেলার রঙ বদলে দিতে সমস্যা হবে না গিলের। ধোনি অবশ্য বিশেষ প্ল্যান তৈরি রাখবেন গিলকে আউট করার জন্য। সেটা সফল হবে না ব্যর্থ সময় বলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shubhman Gill