#পোর্তো: কাতার বিশ্বকাপে কি দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? নাকি প্লে-অফের পর্ব থেকেই বিদায় নেবে পর্তুগাল? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার বিশ্বকাপের প্লে-অফের সেমি-ফাইনালে রোনাল্ডোদের প্রতিপক্ষ তুরস্ক। এই ম্যাচ জিতলে ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ইতালি কিংবা উত্তর ম্যাসিডোনিয়া। বিশেষজ্ঞদের ধারণা, ইতালি কিংবা পর্তুগালের মধ্যে যে কোনও একটি দলকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে।
যদিও তা নিয়ে ভাবতে নারাজ সিআরসেভেন। আপাতত বৃহস্পতিবার তুরস্কের বিরুদ্ধে জিতে প্লে-অফের ফাইনালে উঠতে চান তিনি। ইনস্টাগ্রামে এক পোস্ট রোনাল্ডো লেখেন, এখন শুধু একটাই লক্ষ্য, ২০২২ বিশ্বকাপ। জানি পথটা সহজ নয়। প্রতিপক্ষকে গুরুত্ব দিতেই হবে। তবে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। পর্তুগালকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই আমাদের কাজ।
বাছাই পর্বে গ্রুপের শেষ দু’টি ম্যাচে পয়েন্ট খুইয়ে সরাসরি কাতারের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। তবে প্লে-অফে জিতে কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী পর্তুগিজ মহাতারকা। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হওয়ার গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার পেপেকে ছাড়াই মাঠে নামতে হবে পতুর্গালকে।
এদিকে, উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে জিতে প্লে-অফের ফাইনালে পৌঁছতে মরিয়া ইতালি। রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যর্থতা ঝেড়ে ফেলে সাম্প্রতিক অতীতে কোচ রবার্তো মানচিনির অধীনে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল তারা। ইউরো কাপ জেতার পর নেশনস লিগের শেষ চারে পৌঁছয় আজ্জুরি-ব্রিগেড।Um grupo com deficiência visual da @santacasalisboa vai participar na iniciativa e terá a oportunidade de viver o jogo de uma forma diferente! #VamosComTudo
— Portugal (@selecaoportugal) March 24, 2022
তবে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ তারা। সুইজারল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে পয়ন্টে খুইয়ে প্লে-অফের লড়াইয়ে নাম লেখায় ইতালি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo