দুবাই: ইউরোপ ফুটবলের মোহ কাটিয়ে এখন পর্তুগিজ মহাতারতকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এশিয়া ফুটবলের মানচিত্রে। রেকর্ড টাকায় সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়াক পর থেকেই তিনি সেখানকার জীবনযাপন রীতিনীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। বল পায়ে যেমন দ্যুতি ছড়াচ্ছেন ঠিক তেমনই ধীরে ধীরে হযে উঠছেন তাদের একজন। তারই এক ঝলক দেখা গিল সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেখানকার আদব-কায়দায় সাজ ও অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিওতে।
Happy Saudi #FoundingDay Everyone 🇸🇦💚 That's how we celebrate this special day at @AlNassrFC 🤩 pic.twitter.com/3XmXPJtcar
— AlNassr FC (@AlNassrFC_EN) February 22, 2023
সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আল-নাসের তাদের টুইটার অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের ছবি ও ভিডিও শেয়ার করেছে। অনুষ্ঠানে সেখানকার সংস্কৃতি মেনে রোনাল্ডো পরেছিলেন। তাঁর পরনে ছিল সাদা রংয়ের জুব্বা। এই জুব্বা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত। জুব্বার উপর নেভি ব্লু ও সোনালী রংয়ে মোড়ানো ডাগলাহ পরেছিলেন তিনি।
View this post on Instagram
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেও সেই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তলোয়ার হাতে সৌদি আরবের সংস্কৃিত মেনে নাচেও অংশগ্রহণ করতে দেখা যায় পর্তুগীজ মহাতারকাকে। ভিডিয়োতে পর্তুগিজ তারকাকে সৌদি কফি পান করতে এবং জনপ্রিয় গানে নাচতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন,‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাই। আল নাসেরে এই উদযাপনে অংশ নেওয়া আমার কাছে বিশেষ একরকম অভিজ্ঞতা ছিল।’
আরও পড়ুন: Lionel Messi: আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মেসিকে! বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বিশ্বজয়ীকে
প্রসঙ্গত, সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে আল ইত্তিহাদ। সৌদি প্রো-লিগে আল নাসেরের পরবর্তী ম্যাচ আগামী ২৫ ফেব্রুয়ারি দামাকের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে পারলেই ফের শীর্ষ স্থান দখল করবে সিআরসেভেনের ক্লাব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo, Saudi Arabia, Viral Video