#দোহা: কাতার বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগাল জিতেছিল ২-০ গোলে। তবে ওই ম্যাচের প্রথম গোলটি নিয়ে বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্রুনো ফার্নান্ডেজের ক্রস সরাসরি ঢুকে যায় উরুগুয়ের গোলে। কিন্তু ক্রস লক্ষ্য করে ঝাঁপিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এর পরই রোনাল্ডো দাবি করেন, তাঁর মাথায় লেগেছিল বল। অর্থাৎ তাঁর নামেই হওয়া উচিত গোল। কিন্তু রেফারি জানিয়ে দেন, ওই গোল ব্রুনো ফার্নান্ডেজের। তার পরই রোনাল্ডো বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করেন, বল তার মাথা ছুঁয়েছিল।
আরও পড়ুন- 'মেসির গায়ে হাত দিলে দেখে নেব', মেক্সিকান বক্সারকে হুমকি মাইক টাইসনের
রোনাল্ডো দাবি করলেও তা মেনে নেয়নি ফিফা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেজ-এর ক্রস সরাসরি উরুগুয়ের জালে জড়িয়ে যায়। তার মাঝে রোনাল্ডোর মাথায় বল লাগেনি।
এবার বিশ্বকাপের বল প্রস্তুতকারক সংস্থা জানিয়ে দিল, সেদিন রোনাল্ডোর মাথা ছোঁয়নি বল। সরাসরি উরুগুয়ের গোলে জড়িয়ে গিয়েছিল বল। এদিন বল প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এবার বলে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। সেই প্রযুক্তি থেকে পাওয়া তথ্য বলছে, রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি বল। সরাসরি বল জালে জড়িয়ে গিয়েছিল। এবার বিশ্বকাপের বল রিহলায় সেন্সর লাগানো রয়েছে। সেই সেন্সর আমাদের জানিয়ে দিয়েছে, বল রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি।
আরও পড়ুন- কলকাতায় খেলে যাওয়া ফুটবলারই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ইংল্যান্ডকে! উচ্ছ্বসিত সাউথগেট
সেদিন ম্যাচের ৫৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করে পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজ অবশ্য নিজেও জানিয়েছিলেন, তাঁর মনে হয়েছিল বল রোনাল্ডোর মাথায় ছুঁয়েছে।
আসলে আর একটি গোল করতে পারলেই পর্তুগাল ফুটবলের কিংবদন্তি ইউসেবিওকে ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই এবার বিশ্বকাপে গোল করার জন্য ক্ষুধার্ত বাঘের মতো ছটফট করছেন সি আর সেভেন।
বারবার পজিশন বদল করে বিপক্ষ দলের জালে বল জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন রোনাল্ডো। গোল করার সুযোগ খুঁজছিলেন তিনি। কিন্তু বলটি সেদিন তাঁর মাথায় লাগেনি। ব্রুনোর দুর্দান্ত ক্রস সেদিন সরাসরি উরুগুয়ের জালে জড়িয়ে গিয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo, Fifa world Cup 2022, Qatar World Cup 2022