#নয়াদিল্লি: ক্রিকেটারদের লাভ লাইফ সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাঁদের ভক্তরা। এমনকী ক্রিকেটারদের বিবাহিত জীবন নিয়েও সমর্থকদের কৌতুহলের শেষ নেই। তবে আপনি কি জানেন, এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা নিজের তুতো বোনকেই বিয়ে করেছেন! আর এই তালিকায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম রয়েছে।
শাহিদ আফ্রিদি ও নাদিয়া-
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০ বছর বয়সে তাঁর মামার মেয়ে নাদিয়াকে বিয়ে করেন। তার পর থেকে তাঁরা প্রায় ১৯ বছর ধরে একসাথে রয়েছেন। নাদিয়াকে কখনও শহিদের সঙ্গে ক্রিকেট ম্যাচের সময় দেখা যায়নি। ২২ অক্টোবর ২০০০ সালে নাদিয়াকে বিয়ে করেন শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মামার মেয়ে নাদিয়া। শাহিদ এবং নাদিয়ার পাঁচ মেয়ে। আকসা, আনশা, আজওয়া, আসমারা এবং আরভা।
মুস্তাফিজুর রহমান ও সামিয়া পরভিন-
বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান গাঁটছড়া বেঁধেছেন তাঁর তুতো বোন সামিয়া পারভীন শিমুর সঙ্গে। সামিয়া সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৯ সালের মার্চ মাসে তাঁদের বিয়ে হয়।
মোসাদ্দেক হোসেন ও শরমিন সামিরা-
বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ২০১২ সালে তাঁর কাকার মেয়ে শারমিন সামিরাকে বিয়ে করেন। মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে পণের দাবিতে স্ত্রীকে হয়রানির অভিযোগ উঠেছিল। সেই মামলার কারণে মোসাদ্দেক বাংলাদেশ দলে জায়গা খুইয়েছেন।
সৈয়দ আনোয়ার ও লুবনা-
১৯৯৬ সালে পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার তাঁর তুতো বোন লুবনাকে বিয়ে করেন। লুবনা পেশায় একজন চিকিৎসক।
কাকতালীয়ভাবে ওই বছরই সঈদ আনোয়ার টেস্ট ক্রিকেট মাঠে নিজের সেরা পারফর্ম করেন। ২০০১ সালে হঠাত্ করেই তাঁদের মেয়ের অকাল মৃত্যু ঘটে। ভেঙে পড়েন আনোয়ার। ২০০৩ বিশ্বকাপের পর অবসর নেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahid Afridi