corona virus btn
corona virus btn
Loading

করোনা আবহেই বাগদান সেরে নিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল, শেয়ার করলেন হবু বউয়ের ছবি

করোনা আবহেই বাগদান সেরে নিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল, শেয়ার করলেন হবু বউয়ের ছবি

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ৷

  • Share this:

#চন্ডীগড়: ভারতীয় ক্রিকেট দলে আরও একবার বাজতে চলেছে বিয়ের সানাই ৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ৷ করোনা আবহেই বাগদান সেরে ফেললেন কোহলি ব্রিগেডের অন্যতম এন্টারটেইনার ৷ সোশ্যাল মিডিয়ায় হবু স্ত্রীয়ের সঙ্গে ছবি শেয়ার করে বাগদানের কথা জানিয়েছেন চাহাল নিজেই ৷

ভারতীয় ক্রিকেট দলে এখন উৎসবের মেজাজ ৷ হার্দিক পান্ডিয়ার বাবা হওয়ার সেলিব্রেশনের রেশ শেষ হওয়ার আগেই চাহালের এনগেজমেন্ট ৷ চাহাল তাঁর বাগদত্তা ধনশ্রী বর্মার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ আমরা হ্যাঁ বলেছি, হ্যাঁ বলেছে আমাদের পরিবারও ৷’ সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে চাহাল ঘরণী পেশায় চিকিৎসক এবং পেশাদার কোরিওগ্রাফারও বটে ৷ ভারতীয় ড্রেসিংরুমে খেলার সময়টুকু ছাড়া বাকি সময় যে চ্যানেল চলে তা হল চাহাল টিভি ৷ তাই তাঁর হবু স্ত্রীয়ের যে সেদিকে ঝোঁক থাকবে না তা কী করে হয় ৷ জানা গিয়েছে যুজবেন্দ্র চাহালের বাগদত্তা ধনশ্রী একজন জনপ্রিয় ইউটিউবারও ৷

এর আগে এক কন্নড় নায়িকা তানিস্কা কাপুরের সঙ্গে চাহালের সম্পর্কের গুঞ্জন রটেছিল। তবে সে গুঞ্জনে জল ঢেলে চাহাল নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তারা শুধুমাত্র ভাল বন্ধু ৷

করোনা পরিস্থিতির জন্য স্থগিত একের পর এক সিরিজ ৷ অবশেষে ২২ গজের অভিযান শুরু হতে চলেছে আইপিএল ২০২০ থেকে ৷ চলতি বছর করোনা পরিস্থিতির কারণে আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বল হাতে নিয়ে ২২ গজে চাহালের ভেলকি দেখতে এখন উদগ্রীব ক্রিকেট অনুরাগীরা ৷

Published by: Elina Datta
First published: August 8, 2020, 6:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर