#কলকাতা: সিএবি প্রথম ডিভিশন লিগে দুর্ঘটনা। মাথায় বল লেগে আহত তপন মেমোরিয়ালের সৈকত সাধুখাঁ। হাইকোর্ট মাঠে তপন মেমোরিয়াল-বড়িশা ম্যাচের ঘটনা।
বড়িশার বীরপ্রতাপ সিংয়ের বলে মাথায় আঘাত পান সৈকত। আঘাত পাওয়ার পরে কিছুক্ষণ ব্যাট করেন তপনের ওপেনার। তবে মধ্যাহ্নভোজের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৈকতকে হাসপাতালে ভর্তি করানো হয়। সিটি স্ক্যান হয়েছে সৈকতের। পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয় আহত ক্রিকেটারকে। এদিন মাঠে দেরিতে অ্যাম্বুল্যান্স পৌঁছনোয় অসন্তুষ্ট তপন শিবির। পিচ ভিজে থাকায় দেরিতে খেলা শুরুর অভিযোগও ওঠে।
এদিকে আচমকা স্থানীয় ক্রিকেটের ম্যাচ পরিদর্শনে সৌরভ। শনিবার দুপুরে ময়দানের বেশ কয়েকটি মাঠে প্রথম ডিভিশনের ম্যাচ দেখেন সিএবি প্রেসিডেন্ট। হাইকোর্ট মাঠে বড়িশা-তপন মেমোরিয়াল ম্যাচ দিয়ে পরিদর্শন শুরু করেন মহারাজ। বড়িশার কোচ শিবশঙ্কর পালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সৌরভ। গত সপ্তাহে আম্পায়ারিং-সহ বেশ কিছু ইস্যুতে অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে আসরে নামেন সিএবি প্রেসিডেন্ট। আম্পায়ারদের টুপিতে ক্যামেরা লাগানো-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সৌরভ। তারপরই এদিন ক্লাব ক্রিকেটের ম্যাচ পরিদর্শনে যান সিএবি প্রেসিডেন্ট।