Home /News /sports /
WTC Final: বিরাটদের প্রথমদিনের খেলা গেল ভেস্তে , কী করলেন অনুষ্কা শর্মা

WTC Final: বিরাটদের প্রথমদিনের খেলা গেল ভেস্তে , কী করলেন অনুষ্কা শর্মা

Anushka Sharma blames weather of Southmpton for being spoil sport in WTC Final - Photo Courtesy- Instagram

Anushka Sharma blames weather of Southmpton for being spoil sport in WTC Final - Photo Courtesy- Instagram

WTC Final: Ind vs NZ: বিরাট ঘরণী একেবারে রেগে আগুন...

 • Share this:

  #সাউদম্পটন : বলিউড (Bollywood) অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)  নিজের স্বামী বিরাট কোহলির (Virat Kholi) সফরসঙ্গী হয়ে ইংল্যান্ডে গিয়েছেন৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের৷ কিন্তু প্রকৃতি মতিগতি বিরূপ একটা বল খেলা তো দূরের কথা নাছোড় বৃষ্টির তাণ্ডবে একটা বলও খেলা হয়নি৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভারতের খেলা নিউজিল্যান্ডের (India vs New Zealand) সঙ্গে কিন্তু বৃষ্টি পুরো ভিলেন৷ এদিন মাঠে ভারতীয় দলের হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন অনুষ্কা শর্মা৷

  তাঁকে এদিন গ্যালারিতে প্রথমে চা খেতে দেখা যায়৷ কিন্তু তারপর তিনি আর মজায় ছিলেন রীতিমতো রেগে সোশ্যাল মিডিয়ায় নিজের স্টেটাস দেন (Rain rain go away)  রেন রেন গো অ্যাওয়ে৷

  সাউদম্পটন (Southampton) ঝমাঝম বৃষ্টির দাপট দেখেছে গোটা দুনিয়া৷ এর জেরে প্রথম দিনের খেলা বাতিল করতে হয়েছে৷ এরফলে কোটি কোটি ক্রিকেট ফ্যান নিরাশা উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ বাদ নেই অনুষ্কা শর্মাও৷ তিনি খুবই নিরাশ হয়েছেন৷ অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোটবেলার রাইমস বা ছড়া লিখেছেন৷ তবে দ্বিতীয় লাইনটা নিজের মতো করে লিখেছেন ৷ নির্ধারিত রাইমস অনুযায়ি দ্বিতীয় লাইনটা কাম এগেন অ্যানাদার ডে , সেটা তিনি লিখেছেন কাম এগেন আফটার ৫ ডেজ- অর্থাৎ পাঁচদিন বাদে এস৷

  অনুষ্কা বৃষ্টিকে ৫ দিন বাদে আসার নিমন্ত্রণ করেছে৷ কারণ টেস্ট ম্যাচ ফাইনাল পাঁচ দিন বাদে শেষ হয়ে যাবে৷ এছাড়া তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় ক্রিকেট দলের ছবিও পোস্ট করেছেন৷ এই ছবিতে গোটা দলের সঙ্গে কোচ রবি শাস্ত্রীও আছেন৷

  সকলেই জানেন এই মুহূর্তে অনুষ্কা সোশ্যালমিডিয়ায় খুবই অ্যাক্টিভ৷ এর আগে অনুষ্কা সাউদাম্পটনে-র প্রচুর সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছিলেন৷ এই ছবিতে তিনি শার্ট ও জিনস পরেছিলেন৷ পায়ে ছিল সাদা স্নিকার্স৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর বিন্দাস লুক দারুণ ভাইরাল হয়েছিল৷ এই ছবি শেয়ার করে অনুষ্কা শর্মা লিখেছেন , ‘‘হঠাৎ করে একটা ছবি নাও আর মজাদার ক্যাপশন ভাবো, তারপরেই সেই ছবি পোস্ট করে দাও৷ ’’

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Wtc final

  পরবর্তী খবর