Home /News /sports /
WTC Final: MS Dhoniকে টপকে গেলেন Virat Kohli, গড়লেন ‘এই’ নজির

WTC Final: MS Dhoniকে টপকে গেলেন Virat Kohli, গড়লেন ‘এই’ নজির

WTC Final: Virat Kohli breaks MS Dhoni's captaincy record- Photo- ANI

WTC Final: Virat Kohli breaks MS Dhoni's captaincy record- Photo- ANI

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে যখন টস করতে নামেন তখন এই রেকর্ড গড়লেন৷

 • Share this:

  #সাউদাম্পটন: বিরাট কোহলি (Virat Kohli) শনিবার নিজের পূর্বসূরী এমএস ধোনিকে (MS Dhoni) টপকে গেলেন৷ ভারতের জার্সিতে টেস্ট অধিনায়কত্ব করার নিরিখে তিনি এই মুহূর্তে ধোনিকে পিছনে ফেলে দিলেন৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship) নিউজিল্যান্ডের (New Zealand)  বিরুদ্ধে যখন টস করতে নামেন তখন এই রেকর্ড গড়লেন৷

  ধোনি ভারতকে ৬০ টি টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন৷ তারপর দীর্ঘতম খেলার ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন৷ কোহলি  তারপর তাঁর হাত থেকে ব্যাটন নেন৷ ২০১৪-১৫ তে অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে ফাইনাল টেস্টে তিনি অধিনায়কত্বের ব্যাটন নেন৷ ৬১ তম টেস্ট অধিনায়ক হলেন তিনি৷

  কোহলি যদিও এই নজিরের ম্যাচে সাউদাম্পটনের টসে হেরে যান৷ কেন উইলিয়ামসন (Kane Williamson) টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান৷ কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল গত ৫ বছর ধরে সফলতম দল হয়েছেন৷

  কোহলি ভারতকে  ১১ টি টেস্ট  হোম সিরিজে জিতেছে, তাছাড়া ওয়েস্টইন্ডিজ, শ্রীলঙ্কা, আর দুবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে৷

  ধোনি অধিনায়ক হিসেবে ২৭ টি টেস্ট ম্যাচ জিতেছেন আর হেরেছেন ১৮ টি টেস্ট ম্যাচ৷ অন্যদিকে ৩৬  টি টেস্টে জিতেছে এবং ১৪ টি হেরেছে৷ তিনি এই মুহূ্র্তে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Virat Kohli, Wtc final

  পরবর্তী খবর