#সাউদাম্পটন: এক বল তো দূরের কথা, টসও হল ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের৷ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠ পরিদর্শনে নামার কথা ছিল আম্পায়রদের কিন্তু তার আগেই ফের ঝিরঝিরে বৃষ্টিতে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল৷ কাল স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় খেলা হবে৷
UPDATE - Unfortunately, play on Day 1 has been called off due to rains. 10.30 AM local time start tomorrow.#WTC21
— BCCI (@BCCI) June 18, 2021
যা হওয়ার কথা ছিল তাই হল ৷ সকাল থেকেই লাগাতার বৃষ্টি তার জেরে ঐতিহাসিক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টস হল না নির্ধারিত সময়ে৷ পাশাপাশি প্রথম সেশনের খেলাই ভেস্তে যাওয়ার কথাই জানিয়ে দেওয়া হল৷
ঐতিহাসিক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে-র ফাইনালের ( WTC final) প্রথম দিনেই বৃষ্টির ভ্রূকুটি৷ এমনকি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি৷ ভারত বনাম নিউজিল্যান্ড (India and New Zealand ) ম্যাচ সাদাম্পটনের (Southampton) এজেসবোলে খেলা হওয়ার কথা৷
Good morning from Southampton. We are just over an hour away from the scheduled start of play but It continues to drizzle here. The match officials are on the field now. ☔ #WTC21 pic.twitter.com/Kl77pJIJLo
— BCCI (@BCCI) June 18, 2021
ইউকে-র আবহাওয়া দফতর জানিয়েছে, ‘‘শুক্রবার আকাশ মেঘলা থাকবে, লম্বা সময় ধরে ভারি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ দক্ষিণ থেকে এই বৃষ্টি আসছে৷ সকাল থেকেই বারেবারে বৃষ্টি হচ্ছে৷ হলুদ সতর্কতা (yellow weather warning ) জারি রয়েছে সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা অবধি৷ ’’
তারা নিজেদের বিবৃতিতে আরও জানিয়েছে, ‘‘কোনও কোনও এলাকায় সারাদিনে ৪০ মিমি অবধি বৃষ্টি হতে পারে৷ বিভিন্ন এলাকায় নিম্নচাপ বলয় থাকায় এই বৃষ্টি৷ শুক্রবার রাত থেকে একটু করে বৃষ্টির চাপ কমতে পারে৷ শনিবার বেলার দিক অনেকটাই শুকনো থাকবে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস হবে৷’’
সকাল থেকে একবারের জন্য এজেস বোলের পিচের কভার সরানো সম্ভব হয়নি। কখনও মুষলধারে, তো কখনও ঝির ঝিরে বৃষ্টি পড়েই চলেছে। এদিন নির্দিষ্ট সময় মাঠে এসে পরিদর্শন করেন আম্পায়াররা। ছবিতে দেখা যায় ছাতা মাথায় মাঠ পরিদর্শন করছেন। মাঠের বিভিন্ন অংশে হালকা জল থাকতে দেখা যায়। সবকিছু পর্যবেক্ষণের পর প্রথম দিনের প্রথম দু'ঘণ্টার খেলা বাতিল করেন আম্পায়াররা। বৃষ্টি কমলে পরিস্থিতি ঠিক হলে লাঞ্চের পর দ্বিতীয় সেশনের খেলা হতে পারে সম্ভবনা ছিল৷ তবে সম্ভবনা সম্ভবনাই থেকে যায়৷ বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনদের মাঠে নামাই হল না এদিন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Wtc final