• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • CRICKET WTC FINAL NEW ZEALAND ANNOUNCES 15 MEMBER SQUAD FOR THE WORLD TEST CHAMPIONSHIP FINAL DD

WTC Final: মেগা ম্যাচে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের, দেখে নিন কারা এলেন দলে

New Zealand announces 15 member squad for WTC Final- Photo- AFP

দিন এগিয়ে আসছে World Test Championship Final -র তার আগে পনেরো জনের দলে কারা ঠাঁই পেলেন না নিউজিল্যান্ড দলে৷

 • Share this:

  #লন্ডন: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC world test championship final) আর তিনদিন৷  ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মেগা ম্যাচ ১৮ জুন থেকে শুরু৷ সাদাম্পটনের এজেস বোলে হবে  ফাইনাল৷ এর আগে নিউজিল্যান্ড নিজেদের ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল৷ ইংল্যান্ডে মোট ২০ সদস্যের দল নিয়ে এসেছে কিউয়িরা৷ তবে পনেরো জনের দলে যাঁদের ঠাঁই হল না তাঁরা হলেন ডগ ব্রেসবল, জেকব ডফি, ডেরিল মিশেল, রচিন রবীন্দ্র ও মিশেল সেন্টনর৷

  উল্লেখ্য এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ৩ জুন ইংল্যান্ডে পৌঁছে গেছে৷ টিম ইন্ডিয়া নিজেদের মধ্যেই দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলছে৷ আর সেখানেই নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে৷ অন্যদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সিরিজ খেলেছে ও তাতে জয় পেয়েছে৷

  এই ম্যাচ ২০১৯-২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু‘ বছরের চক্র শেষে হবে৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকায় ভারত শীর্ষ স্থানে ছিল৷ ভারত এই টুর্নামেন্টের আগে ১২ টি টেস্ট জিতেছেন৷ ৪ টি হার  ও ১ টি টেস্ট ড্র হয়েছে৷ ভারত ৫২০ পয়েন্ট রয়েছে ভারতের ঝোলায়৷ জয়ের হার ৭২.২ শতাংশ৷ নিউজিল্যান্ড ৭ টি ম্যাচ জিতেছে, ৪ টি ম্যাচ হার হয়েছে৷ নিউজিল্যান্ডের ৪২০ পয়েন্ট রয়েছে, সাফল্যের হার ৭০ শতাংশ৷

  আইসিসি ২৩ জুন টেস্টের জন্য রিজার্ভ ডে রেখেছে৷ যদি ফাইনাল ড্র হয় (WTC Final) বা টাই হয় তাহলে ভারত ও নিউজিল্যান্ড দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে৷ এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটার ও ফ্যানদের সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরাও রীতিমতো রোমাঞ্চিত৷ বিশেষজ্ঞ ও তারকারা সকলেই এই টুর্নামেন্ট নিয়ে নিজের নিজের মত দিচ্ছেন৷ অনেকের মতেই এই টুর্নামেন্টে সামাণ্য হলেও অ্যাডভানটেজ নিউজিল্যান্ডের পক্ষে৷ কারণ ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে নিউজিল্যান্ডের পরিস্থিতি অনেকটাই একইরকম৷ তাই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পরিস্থিতির সঙ্গে নিজেদর মিল খাওয়াতে খুব একটা অসুবিধা হবে না৷

  ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিউজিল্যান্ডের ১৫ জনের দল - কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লন্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেবন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, মেট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলকর, নীল ওয়েগনর, বিজ বাটলিং এবং বিল ইয়ং৷

  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল-  রোহিত শর্মা, শুভমান গিল, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে ( সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, কেএল রাহুল, ঋদ্ধিমান সাহা৷

  Published by:Debalina Datta
  First published: