Home /News /sports /

WTC Final: ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ, কবে,কখন, কোথায় দেখবেন, জানুন এক ক্লিকে

WTC Final: ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ, কবে,কখন, কোথায় দেখবেন, জানুন এক ক্লিকে

WTC Final: All information about Mega Event - Photo- File

WTC Final: All information about Mega Event - Photo- File

আইসিসি ২৩ জুন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে৷

 • Share this:

  #লন্ডন: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ  (World Test Championship) -র ফাইনাল ১৮ থেকে ২২ জুন অবধি ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে খেলা হবে৷ এই ম্যাচ সাদাম্পটনের এজেস বোলে খেলা হবে৷ এই ম্যাচ ২০১৯-২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু‘ বছরের চক্র শেষে হবে৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকায় ভারত শীর্ষ স্থানে ছিল৷ ভারত এই টুর্নামেন্টের আগে ১২ টি টেস্ট জিতেছেন৷ ৪ টি হার  ও ১ টি টেস্ট ড্র হয়েছে৷ ভারত ৫২০ পয়েন্ট রয়েছে ভারতের ঝোলায়৷ জয়ের হার ৭২.২ শতাংশ৷ নিউজিল্যান্ড ৭ টি ম্যাচ জিতেছে, ৪ টি ম্যাচ হার হয়েছে৷ নিউজিল্যান্ডের ৪২০ পয়েন্ট রয়েছে, সাফল্যের হার ৭০ শতাংশ৷

  আইসিসি ২৩ জুন টেস্টের জন্য রিজার্ভ ডে রেখেছে৷ যদি ফাইনাল ড্র হয় (WTC Final) বা টাই হয় তাহলে ভারত ও নিউজিল্যান্ড দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে৷ এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটার ও ফ্যানদের সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরাও রীতিমতো রোমাঞ্চিত৷ বিশেষজ্ঞ ও তারকারা সকলেই এই টুর্নামেন্ট নিয়ে নিজের নিজের মত দিচ্ছেন৷ অনেকের মতেই এই টুর্নামেন্টে সামাণ্য হলেও অ্যাডভানটেজ নিউজিল্যান্ডের পক্ষে৷ কারণ ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে নিউজিল্যান্ডের পরিস্থিতি অনেকটাই একইরকম৷ তাই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পরিস্থিতির সঙ্গে নিজেদর মিল খাওয়াতে খুব একটা অসুবিধা হবে না৷

  ভারতীয় ক্রিকেট দল ৩ জুন ইংল্যান্ডে পৌঁছন৷ তারপর তাদের কোয়ারেন্টাইনে থাকতে হয়৷ এরপর ভারতীয় দল নিজেদের মধ্যে দলগঠন করে ক্রিকেট খেলছে৷ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে -র আগে জেনে নিন কবে, কোথায় কখন খেলা হবে ম্যাচ৷

   ভারতে কোন চ্যানেলে দেখা যাবে লাইভ টেলিকাস্ট? ভারতে এই ম্যাচ লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই খেলা দেখা যাবে৷

  নিউজিল্যান্ডে কোন চ্যানেলে এই ম্যাচ লাইভ দেখা যাবে? নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস ও স্কাই স্পোর্টস ২ চ্যানেলে দেখা যাবে৷

  ভারত বনাম নিউজিল্যান্ড ডাব্লু টিসি ফাইনাল টেলিকাস্ট - লাইভ স্ট্রিমিং

  ভারতে এই ম্যাচ VIP গ্রাহকে Disney+ Hotstar অ্যাপ দেখা যাবে৷ পাশাপাশি Jio TV  অ্যাপেও দেখা যাবে৷

  নিউজিল্যান্ড দর্শক ডাব্লু টিসি ফাইনাল স্কাই স্পোর্টস নাউ এবং স্কাই গো অ্যাপে এই খেলা দেখতে পারেন৷

  ভারত বনাম নিউজিল্যান্ড ডাব্লুটিসি ফাইনাল টেলিকাস্ট - প্রচারের সময়

  ইংল্যান্ডের সময় অনুযায়ি ম্যাচ সকাল ১০ টায় শুরু হবে৷ সেখানে নিউজিল্যান্ড এই ম্যাচ রাত সাড়ে নটায় দেখা যাবে৷ আর ভারতীয় দর্শক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বেলা ৩ টে থেকে দেখা যাবে৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: ICC World Test Championship Final, Indian Cricket Team

  পরবর্তী খবর