#সাউদাম্পটন: ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ৬৪৷ পঞ্চম দিনের এই স্কোরের পর সাউদাম্পটনে বুধবার নির্ধারিত সময়ে শুরু হল খেলা৷ রিজার্ভ ডে তে ভারতের সামনে চ্যালেঞ্জ ক্রিজে টিকে থেকে রান বাড়িয়ে নিয়ে যাওয়া৷ অন্যদিকে নিউজিল্যান্ড একটা মরিয়া প্রচেষ্টা করবে তাড়াতাড়ি ভারতের দ্বিতীয় ইনিংস মুড়িয়ে দিয়ে সরাসরি জয়ের জন্য ঝাঁপানো৷
সাউদাম্পটনে (Southampton) বুধবার অর্থাৎ আজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ষষ্ঠ দিনের ( Day 6) খেলা৷ আবহাওয়া আজ আর ভিলেন হবে না এমনটাই জানাচ্ছে ব্রিটেনের আবহাওয়া দফতর৷ তাদের মতে আজ বিভিন্ন সময় সূর্যকরোজ্জ্বল দিন দেখা যাবে৷
UK Met Department -র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ গ্রামীণ এলাকায় ঠাণ্ডা সকাল ছাড়া বাকি সর্বত্র ভালো ও শুষ্ক দিন, অনেকের জন্যই এদিন আকাশে পরিষ্কার সূর্য দেখা যাবে৷ মঙ্গলবারের তুলনায় হালকা উষ্ণ থাকবে৷ হালকা বায়ু বইবে, সর্বোচ্চ তাপমাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ ’’
অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ি এদিন ম্যাচ শুরুর আগে থেকে ম্যাচ চলাকালীন কোনও সময়েই কোনও বৃষ্টির সম্ভবনা নেই৷
ব্রিটিশ আবহাওয়া দফরের মতে গোটা সময়েই বৃষ্টির সম্ভবনা পাঁচ শতাংশেরও কম৷
শুক্রবার (ম্যাচের প্রথমদিন) এবং সোমবার (ম্যাচের চতুর্থদিন) একটিও বল না খেলেই খেলা পরিত্যক্ত হয়েছিল৷ এমনকি প্রথমদিনে টস অবধি করা যায়নি৷ এদিকে দ্বিতীয় দিনে মাত্র ৬৪,৪ ওভার খেলা হয়েছিল৷ তৃতী. দিনে ১০১ রান ২ উইকেট অবস্থায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে গিয়েছিল৷ এদিকে পঞ্চমদিনেও খেলা শুরুর আগে হঠাৎ বৃষ্টিতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে খেলা শুরু হয়৷
মহম্মদ শামি পঞ্চম দিনের প্রথম সেশনে বল হাতে আশাপ্রদ বোলিং করেছিলেন৷ রস টেলর ও বি জে ওয়াটলিংয়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি৷
টেলরের ক্যাচ দারুণ দক্ষতার সঙ্গে নেন শুভমান গিল৷ বিজে ওয়াটলিংয়ের উইকেটটি বোল্ড ছিল৷ বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম ইনিংসে করা ২১৭-র পর নিউজিল্যান্ডের ইনিংস ২ উইকেটে ১০১ অবস্থায় আটকে ছিল৷ ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ নিউজিল্যান্ডের রানের মেশিনকে নিয়ন্ত্রণ করেন ম্যাচের পঞ্চম দিনে৷ এদিকে আইসিসি আগেই জানিয়েছিল এই টেস্ট চ্যাম্পিয়নশিপে রিজার্ভ ডে একটি রাখা হচ্ছে৷ আর বুধবারই সেই নির্ধারিত ষষ্ঠ দিন৷ যখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৪৯ রানে অল আউটের জবাবে ব্যাট করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ৬৪৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Virat Kohli, Wtc final