corona virus btn
corona virus btn
Loading

ধোনি প্রসঙ্গ এড়ালেও , সৌরভের হাতে ভারতীয় ক্রিকেটের উন্নতি নিয়ে আশাবাদী ঋদ্ধিমান

ধোনি প্রসঙ্গ এড়ালেও , সৌরভের হাতে ভারতীয় ক্রিকেটের উন্নতি নিয়ে আশাবাদী ঋদ্ধিমান
Photo- BCCI/ Twitter

ধোনির শহরে বসে সযত্নে এড়ালেন মাহির অবসর জল্পনাকেও।

  • Share this:

#রাঁচি: সৌরভের হাতে ভারতীয় ক্রিকেটের নতুন স্বপ্ন। আজ রাঁচিতে মন্তব্য ঘরের ছেলে ঋদ্ধিমান সাহার। ধোনির শহরে বসে সযত্নে এড়ালেন মাহির অবসর জল্পনাকেও।

 উইকেটের পিছনে তাঁর প্রমাণ করার কিছু নেই। কিন্তু একশো টেস্ট ম্যাচ খেলতে হলে, উইকেটের সামনে তাঁকে আরও ভাল কিছু করতে হবে। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ঋদ্ধিমান সাহাকে এই পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার রাঁচিতে ঋদ্ধির দাবি, তিনি সবসময় চেষ্টা করে উইকেটের সামনেও দলের জন্য অবদান রাখার। এই মাঠেই দু’বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন বাঙালি এই উইকেট কিপার। এই ম্যাচেও রান চান। আর চান সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নতুন ভারতীয় ক্রিকেটকে।

ধোনি পরবর্তী টেস্ট দলে উইকেটের পিছনে বিরাটের ভরসার নাম ঋদ্ধি। মাঝের সময়টুকু বাদ দিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার তিনি সুপারম্যান। ঋদ্ধি মনে করেন, বিশ্ব ক্রিকেটে উইকেট কিপিং থ্যাঙ্কসলেস জব। তবুও এই কাজেই নিজের সেরা দিতে চান বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার।
আরও দেখুন
First published: October 18, 2019, 9:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर