#মুম্বই: টিম ইন্ডিয়ার উইকেটরক্ষ বাংলার ঘরের ছেলে পাপালি অর্থাৎ ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এক বড় বয়ান দিলেন৷ ইংল্যান্ডে বসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) আসর৷ সেখানে ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant) ৷ আর কে বলেছেন জানেন, তিনি হলেন খোদ ঋদ্ধিই৷ তিনি বলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের প্রথম একদাশে উইকেটরক্ষক হিসেবে জায়গা পাওয়া উচিত ঋষভ পন্থের৷
তিনি কেন এই কথা বলেছেন তাঁর যুক্তিও দিয়েছেন ‘সুপারম্যান’ ৷ সাহা স্পোর্টস কিডায় দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বেশ কিছু ম্যাচে ঋষভ পন্থের পারফরম্যান্স বেশ ভালো৷ তাই ইংল্যান্ডে তাঁকেই আগে সুযোগ দেওয়া উচিত{ সাহা যেভাবে নিজের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বীকে সুযোগ দেওয়ার কথা বলেছেন তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার যোগ্য, এমনটাই মনে করছে ক্রিকেট মহল৷
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পন্থের প্রদর্শন
উল্লেখ্য ঋষভ পন্থ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৪১.৩৭ গড়ে ৬৬২ রান করেছেন৷ যাতে একটি শতরান ও ৪ টি অর্ধশতরান রয়েছে৷ গত দুটি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জয়ে পন্থের যোগদান দারুণ গুরুত্বপূর্ণ৷ তিনি অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন৷ তিনি অস্ট্রেলিয়া সফরে খেলা ৩ টি ম্যাচে ৬৮.৫০ গড়ে ২৭৪ রান করেন৷ এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া ম্যাচে পন্থ ৬ টি ইনিংসে ৫৪ গড়ে ২৭০ রান করেনষ গত দুটি টেস্ট সিরিজে তিনি উইকেটরক্ষক হিসেবেও দারুণ পারফর্ম করেন৷ মোট ২১ টিউইকেট নেন তিনি ৷
ঋদ্ধিমান সাহা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পারফরম্যান্স বেশ খারাপ৷ সাহা ৬ টি টেস্টে ৬ টি ইনিংসে ১৭.৪০ গড়ে ৮৭ রান করেছেন৷ তাঁর ব্যাটে একটি অর্ধশতরানও নেই৷ ক্রিকেটার হিসেবে পন্থের পারফরম্যান্স ঋদ্ধির চেয়েভালো জায়গায় রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rishabh Pant, Wriddhiman Saha