#মুম্বই : জসপ্রীত বুমরাহ একদিন আগেই পলি উমরিগড় সম্মান ও দিলীপ সরদেশাই সম্মানে ভূষিত হয়েছেন ৷ তারপরের দিনেই ফের শিরোনাম ছুঁলেন তিনি ৷ ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের প্রস্তুতি সারছে ভারতীয় দল ৷ মুম্বইতে প্রথম ম্যাচ ৷ নেটের অনুশীলন নিয়েই এখন বিশাল সরগরম ৷ বিরাট কোহলি যখন নেটে ব্যাট করছিলেন তখন মারাত্মক বোলিং স্কিল দেখাচ্ছিলেন জসপ্রীত বুমরাহ ৷ নেটে অধিনায়ককে রীতিমতো নাস্তানাবুদ করে দিচ্ছিলেন তিনি ৷ এমনকি কোহলিকে আউটও করে দেন তিনি ৷
সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে ৷ সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বলেন, ‘বুমরাহ দলের সঙ্গে চার বছর ধরে খেলছেন , আর ওঁর কাছে সম্ভবত এই নিয়ে দ্বিতীয়বার আউট হলাম ৷ ভাগ্যিস ওটা আমার নেট সেশনের শেষ বল ছিল ৷ এটা একটা মজার ধরণের লড়াই ৷ আমার মতে ও দারুণ স্কিলওয়ালা বোলার ৷ ওর বিরুদ্ধে খেললে নেটে আরও বেশি মন দিয়ে খেলতে ইচ্ছা করে ৷
আরও পড়ুন - বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পলি উমরিগড় ট্রফি বুমরাহের, দেখে নিন আর কে কী পেলেন
তিনি আরও বলেছেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি ও যখন বল করে তখন মাথা , পাঁজর লক্ষ্য করে বল করতেও দ্বিধা করে না ৷ ’
#TeamIndia Captain @imVkohli hit some boundaries off Bumrah's bowling in the nets today. Hear what the Skipper has to say about the same pic.twitter.com/g81FTR5jRT
— BCCI (@BCCI) January 13, 2020
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু'টি হোম সিরিজ হচ্ছে ৷ এরপরেই তারা পাড়ি জমাবে নিউজিল্যান্ডে ৷ নিজেদের পূর্ণ শক্তি নিয়ে এবার ঝাঁপাচ্ছে ভারতীয় দল ৷ কোহলি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে সম্ভবত সমান শক্তিশালী সেরা দুটি দল ৷ আমাদের ব্যালান্স একদম ঠিকঠাক ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য আমরা মুখিয়ে আছি ৷ ’ অজিদের বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজ শেষ হবে ১৯ তারিখ বেঙ্গালুরুতে ৷
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Jasprit Bumrah, Virat Kohli, ক্রিকেট, জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি