corona virus btn
corona virus btn
Loading

#Viral: বল করার অ্যাকশন দেখে মনে হবে ‘ব্যাঙ’ - উত্তাল সোশ্যাল মিডিয়া,দেখুন ভিডিও

#Viral: বল করার অ্যাকশন দেখে মনে হবে ‘ব্যাঙ’ - উত্তাল সোশ্যাল মিডিয়া,দেখুন ভিডিও
Photo- Twitter

দক্ষিণ আফ্রিকার পল অ্যাডমসও বল করতেন এই ঢঙেই

  • Share this:

#আবুধাবি: দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস যখন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এসেছিলেন, চমকে গিয়েছিলেন ক্রিকেট ফ্যানরা ৷ এ আবার কী রকম বোলিং অ্যাকশন এই প্রশ্নই ঘুরছিল সকলের মধ্যে ৷ ১৯৫-৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় প্রথম দেখা গিয়েছিল এই বোলিং অ্যাকশন ৷ তাঁক অ্যাকশনকে তখনই প্রথম ব্যাঙের সঙ্গে তুলনা করে ফ্রগ ইন এ ব্লেন্ডার বলা হত ৷ এবার ২৪ বছর এগিয়ে আসুন ৷

ফের একবার এই ব্যাঙ স্টাইলেই বল ৷ বল করেন শ্রীলঙ্কার কেভিন কোথহিগোদা ৷ ২১ বছরের এই স্পিনার বাংলা টাইগার্সের জার্সিতে বল করতে দেখা গেছে রবিবার ৷

এই বোলারের বোলিং হওয়ার পর শিভিল কৌশিক নামে এক ভারতীয় বোলার ট্যুইটারে ভিডিও পোস্ট করেন ৷ প্রথম বল দেখার সঙ্গে সঙ্গেই এই ভিডিও আপলোড হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ আবুধাবির টি-১০ টুর্নামেন্টে এই বোলিং দেখা গেছে ৷ আরও দেখুন
First published: November 18, 2019, 3:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर