corona virus btn
corona virus btn
Loading

#ViralVideo : ৭ মাসে বাদে মাঠে ফিরলেন ধোনি, জড়িয়ে ধরে চুমু, দেখুন ভিডিও

#ViralVideo : ৭ মাসে বাদে মাঠে ফিরলেন ধোনি, জড়িয়ে ধরে চুমু, দেখুন ভিডিও

মাহি ম্যাজিকে এখন বুঁদ সকলেই

  • Share this:

#চেন্নাই :  ভারতীয় দল নিউজিল্যান্ড থেকে মুখ কালো করে ফিরে এসেছে ভারতীয় ক্রিকেট দল ৷ এরপর ঘরের মাঠে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ৷ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷ ২৯ মার্চ থেকে শুরু এবারের আইপিএল ৷ ১৩ মরশুমের আইপিএলের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সব দল ৷ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শেষ সাতমাস ক্রিকেটে নেই ৷ চেন্নাই সুপার কিংসের হয়ে ফের ক্রিকেটে ফিরছেন তিনি ৷ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷

বিশ্বকাপের পর ফের মাহির বাইশ গজে ফেরা নিয়ে ফ্যানদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই ৷ উচ্ছ্বসিত ছিলেন  চেন্নাই সুপার কিংসের সতীর্থরাও ৷ ধোনি দলের সঙ্গে যোগ দেওয়া সব সময়েই বাড়তি উন্মাদনা দেয় আর সেটাই আরও একবার প্রমাণ হল ৷

ধোনির সঙ্গে সুরেশ রায়নার সম্পর্ক সবসময়েই দারুণ ৷ আরও একবার প্রমাণ করল এই ভিডিও ৷ ভিডিও এখন ভাইরাল ৷ ধোনিকে দেখিয়ে প্রথমেই জড়িয়ে ধরেন, তারপর তাঁকে গলায় চুমু খেলেন রায়না ৷ ফ্যানরাও এখন মজেছেন এই ভিডিওতে ৷

আরও পড়ুন - ফিক্সড ডিপোজিট রাখলে এখনও অনেক ব্যাঙ্ক বার্ষিক ৯ শতাংশ হারে অবধি সুদ দেয়, আপনি জানেন

ধোনি ইতিমধ্যেই ১৯০ টি ও রায়না ১৯৩ টি আইপিএল ক্রিকেট ম্যাচ খেলেছেন ৷ ধোনির গড় ৪২.২০ ও স্ট্রাইক রেট ১৩৭.৮৫, রায়না ৩৩.৩৪ গড়ে ১৩৭.১৪ স্ট্রাইকরেট নিয়ে খেলেন ৷ এদের মোট রান ৫৩৬৮ ৷

Published by: Debalina Datta
First published: March 3, 2020, 2:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर