corona virus btn
corona virus btn
Loading

#Viral: বৃষ্টিতে বন্ধ খেলা, দেশপ্রেমের জোয়ারে ভাসল গোটা স্টেডিয়াম, বন্দেমাতরমের সুরে মাতোয়ারা দেশ, দেখুন ভিডিও

#Viral: বৃষ্টিতে বন্ধ খেলা, দেশপ্রেমের জোয়ারে ভাসল গোটা স্টেডিয়াম, বন্দেমাতরমের সুরে মাতোয়ারা দেশ, দেখুন ভিডিও
Photo Courtesy- Indian Cricket Team/ Facebook Account

বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং

  • Share this:

#গুয়াহাটি : দেশপ্রেম কি শুধুমাত্র একটা শব্দ না এটা একটা আবেগ, এটা একটা অনুভূতি ৷ এই আবেগ কোনও নিয়ম কোনও নীতি দিয়ে জোর করে যেমন আনা যায় না ঠিক তেমনিই জোর করে এটা দমানোও যায় না ৷ এমনিতেই ক্রিকেটের সঙ্গে দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ বহুকাল ধরে চলে আসছে ৷ আর সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল গুয়াহাটিতে ৷

2017 -র পর 2020 তে টি টোয়েন্টি ক্রিকেটের আসর বসেছিল অসমে ৷ কিন্তু বৃষ্টি ভিলেন হওয়ায় এক বলও খেলা সম্ভব হয়নি ৷ কিন্তু কোনও রাগের ছবির আগেই যা ভাইরাল হল তাহল অমোঘ দেশপ্রেমের ছবি ৷ গত কয়েক মাস ধরেই রাজনৈতিক নানা বিষয় নিয়ে উত্তাল অসম ৷ এনআরসি, সিএএ -র মতো নানা বিষয় ধরে বারেবারে উত্তাল হয়েছে উত্তরপূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্য ৷

আরও পড়ুন - আহতদের সঙ্গে দেখা করতে AIIMS এ প্রিয়াঙ্কা গান্ধি, বৃন্দা কারাত

তবে রবিবাসরীয় অসম সারা বিশ্বের কাছে নিজেদের দারুণভাবে ভারতবাসী প্রমাণ করল ৷ টি টোয়েন্টি মাঠে নানারকম ডিজেরা মাঠ মাতাতে ব্যস্ত থাকেন এদিন এক অন্য সঙ্গীত দেখল ক্রিকেট বিশ্ব ৷ স্টেডিয়ামে হাজির সমস্ত মানুষ গ্যালারিতে নিজেদের মোবাইলের টর্চ জ্বেলে মেতে উঠলেন সঙ্গীতে ৷ বন্দেমাতরম গানে পুজো করলেন দেশমাতৃতাকে ৷ সেই ভিডিও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়ান টিম ৷

শুনে নিন সেই গান

এদিকে আউটফিল্ড পারফেক্ট কিন্তু পিচের বেশ কিছু জায়গায় হালকা ভিজেভাব থাকার কারণে এক বল না খেলেও পরিত্যক্ত হয়ে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচ  ৷ পিচের মধ্যে সামাণ্যতম ভিজে অংশ ব্যাটসম্যান ও বোলারদের জন্য অত্যন্ত বিপদজনক হতে পারে ৷ আর সেই সতর্কতার কথা মাথায় রেখেই ২০২০-র প্রথম ম্যাচ বাতিল হল ৷ পিচের ওপর থেকে কভার সরানোর সময় কোনোভাবে পিচে সামাণ্য জল ঢুকে যাওয়াতেই এই বিপত্তি ধারণা ওয়াকিবহাল মহলের ৷ যদিও গোটা সময় মাঠে দর্শকরা হাজির ছিলেন ৷ তাঁরা আশায় ছিলেন যে হয়ত দৈর্ঘ্য কমলেও ম্যাচ হবে, কিন্তু সেটা হল না ৷

আরও দেখুন

First published: January 6, 2020, 12:07 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर