#অকল্যান্ড : মার্টিন গাপ্তিলের এক অসাধারণ ক্যাচ, আর নিউজিল্যান্ড হারলেো সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের কুর্নিশ আদায় করে নিয়েছে সেই স্কিল ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে যেভাবে আউট করলেন তা নিশ্চিতভাবে একেবারেই বিশ্বমানের ৷
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচের ১২তম ওভারে হয় বিরাট বধ ৷ বল করেছিলেন ব্লেয়ার টিকনার ৷ ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করেছিল নিউজিল্যান্ড ৷ সেই রান তাড়া করতে নেমে দলের স্কোরকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ৷ অধিনায়ক কোহলি ৩২ বলে ৪৫ রানে যখন ব্যাট করছিলেন ঠিক তখনই গাপ্তিলের উড়ন্ত ক্যাচ ৷
Martin guptill special game changing moment #NZvsIND pic.twitter.com/huFhHk2Zkq
— Azhar (@Azhar45918919) January 24, 2020
টিকনারের ১২ তম ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নের রাস্তা ধরিয়ে দেয় বিরাট কোহলিকে ৷ ডিপে অনেকটা দূর অবধি এগিয়ে এসে ব্লাইন্ডার ধরেন তিনি ৷ কোহলির ফ্লিক রান পাওয়ার বদলে উইকেট হয়ে যায় ৷
আরও পড়ুন - #Viral: মানুষের মতো মুখ শিশু ছাগলের, ভগবান রূপ ভেবে পুজোয় ব্যস্ত গ্রামবাসীরা, দেখুন ভিডিও
এর আগে রোহিত শর্মাও নিউজিল্যান্ড যখন ব্যাট করছিল তখনই এই মার্কিন গাপ্তিলের ক্যাচই দারুণ ভাবে নিয়েছিলেন ৷
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Ind vs NZ, India vs New Zealand, Matin Guptill