#পোচেস্ত্রুম : ক্রিকেট ‘জেন্টলম্যানস গেম ’ এটা প্চলিত কথা ৷ কিন্তু সেই নীতি মেনে এখন মাঠে নামেন না বেশিরভাগ খেলোয়াড়ই ৷ আগ্রাসণের কাছে ফিকে হয়ে যায় প্রাচীন প্রচলিত প্রবাদ ৷ এর নানা নমুনা এদিকওদিক পেলেও পোচেস্ত্রুমে ্নুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি ক্রিকেটাররা যা করলেন তা সমস্ত ক্রিকেট দুনিয়ায় নিন্দাই পেয়েছে ৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুধু প্রথমবারের জন্য বিশ্বকাপই নয়, আইসিসি টুর্নামেন্টের প্রথম খেতাব ঘরে তুলেছিলেন জুনিয়র বাঘরা ৷ কিন্তু আগ্রাসনের ওপর সীমা না টানতে পারায় হয়ে গেল সব গণ্ডগোল ৷ এদিনের ম্যাচ শুরু থেকেই ছিল হাইভোল্টেজ , ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি চলছিল অশ্রাব্য গালাগালি ৷
Cross checked the stump-mic audio when Bangladesh got the winning run. You can clearly make out the choicest abuses
— Vikrant Gupta (@vikrantgupta73) February 9, 2020
কিন্তু ম্যাচ শেষে যখন সেলিব্রেশনে মাতোয়ারা দল ঠিক তখনও নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ক্রিকেটাররা ৷ অশ্রাব্য ভাষায় গালাগালের পাশাপাশি তাঁরা হাতাহাতিও করেন ৷ এমনকি একটি ভিডিওতে দেখা যায় একজন ক্রিকেটার ব্যাট হাতেই নেমেছেন ৷ তাঁর হয়ত ইচ্ছা ছিল গণ্ডগোলের সময় ব্যাট দিয়ে ঘা কতক দিয়ে দেবেন ৷ কিন্তু কেউ একজন এই ক্রিকেটারকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান ৷ দেখে নিন সেই ভিডিও ৷
Shameful end to a wonderful game of cricket. #U19CWCFinal pic.twitter.com/b9fQcmpqbJ
— Sameer Allana (@HitmanCricket) February 9, 2020
এদিকে এদিনের ম্যাচে ৩ উইকেটে ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে বাংলাদেশ ৷ মারামারি ঠেলাঠেলির পাশাপাশি পতাকা হাতেও চলছিল অসম্মানের কার্যকলাপ ৷
What a ugly immatured fights after U19 worldcup finals by both indian & Bangladesh players After all it is a gentlemans game #U19CWCFinal #U19WorldCup #INDvBAN #Master pic.twitter.com/YXq8Mz9RZW
— MaayoN(@itz_satheesh) February 10, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs BAN, India Vs Bangladesh, U 19 WC, Viral Video