#চেন্নাই: হঠাৎ ধোনি কি সংসার ছাড়লেন! এবার কি সন্ন্যাসীর জীবন! এই প্রশ্ন নিয়ে উত্তাল নেটিজেনরা৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নিজের হেয়ারস্টাইলের জন্য দারুণ বিখ্যাত৷ কেরিয়ারের শুরুর দিনে তিনি লম্বা চুল রাখতেন৷ তবে এরপরে কখনও চুল ছোট, কখনও নেড়া, কখনও মোহিকান করে সকলের নজর কেড়েছেন৷ তবে ঠিক আইপিএলের আগেই যা একেবারে অন্যরকম৷ শুধু চুলে নয় টোটাল গেটআপেই একেবারে হাটকে লুক দিয়েছেন ক্যাপ্টেন কুল৷ আইপিএলের সরকারি সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস (Star Sports) নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে ধোনির এই নয়া অবতারের ছবি শেয়ার করেছেন৷
সেখানে বৌদ্ধ ভিক্ষুদের মতো লুকে রয়েছেন তিনি৷ তাঁর মস্তক মুণ্ডিত এবং পরণেও সন্ন্যাসীদের পোশাক৷ তিনি একটি জঙ্গলের মধ্যে বসে রয়েছেন৷ ধোনির এই ছবি আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেছে৷ ধোনির এই ছবি ঠিক কিসের সঙ্গে যুক্ত তা নিয়ে এখনও কোনও খোলসা করা হয়নি টিভি চ্যানেলেরপক্ষ থেকে৷ ছবির নিচে মার্শাল আর্টস ট্রেনিং ক্যাম্পের বিষয়ে লেখা রয়েছে৷ দিন কয়েক আগে থেকে ৩৯ বছরের ধোনি চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন৷ তার মধ্যেই হঠাৎ আবার এই অবতারের ছবি একেবারে সকলকে চমকে দিয়েছেন৷ ধোনির ফ্যানরা অবশ্য তাঁর এই নয়া লুকে খুশি৷
তবে ধোনির একজন প্রাক্তন সতীর্থ ভালো লেগপুল করেছেন এই ছবি দেখে৷ জাতীয় দলের জার্সিত খেলা ওয়াসিম জাফর বলেছেন থালাই লামা!
আসলে ধোনিকে তাঁর ফ্যানরা থালাইভা বলে, আর তিনি বৌদ্ধ ভিক্ষু সেজেছেন৷ তাই তাঁকে দলাই লামার ঢঙে থালাই লামা বলেন জাফর৷
এরইমধ্যে ধোনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ ধোনি নিজেও চাইছেন ফের একবার তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে৷ দুই দিন আগে সিএসকে -র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর শট মারার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়৷
আইপিএল ২০২০ তে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স আশানুরূপ হয়নি৷ আইপিএলের ইতিহাসে প্রথমবার তারা প্লে অফের টিকিট পায়নি৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত মিলিয়ন ডলার টুর্নামেন্টে বেরঙ ছিল ধোনির ব্যাট, বেরঙ ছিল টিম সিএসকে-র পারফরম্যান্স৷ এই অবস্থায় তাদের সামনে এ মরশুমে নতুন টার্গেট৷ কীভাবে ঘুরে দাঁড়িয়ে ফের চেন্নাইকে সেরা করা যায় তার লক্ষ্যেই প্রস্তুতি সারছে দল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।