হোম /খবর /খেলা /
বিরাট কোহলি বনাম বিসিসিআই সম্পর্ক কি তলানিতে? ৬ মাসের আগেই তৈরি হয়েছিল দ্বন্দ্ব

Virat Kohli-BCCI সম্পর্ক কি তলানিতে? ৬ মাসের আগেই তৈরি হয়েছিল দ্বন্দ্ব!

virat kohli's stepping down decision was in the offing for months - Photo- AP

virat kohli's stepping down decision was in the offing for months - Photo- AP

Virat Kohli-BCCI হঠাৎ কেন ভাঙলেন এতদিনের মধুচন্দ্রিমা৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই:  বিরাট কোহলি (Virat Kohli) টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার খবর প্রচুর মানুষকে চমকে দিয়েছে৷ কিন্তু সূত্রের খবর বহুদিন ধরেই এই ঘটনার ভিত্তি স্থাপন শুরু হয়ে গিয়েছিল৷ বিরাট কোহলি ও বোর্ডের (Virat Kohli and BCCI) মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকছে অনেকদিন থেকেই৷  কোহলি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণ দেখিয়েছেন  টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য৷ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকেই খারাপ পারফরম্যান্স নিয়ে কথা উঠতে শুরু হয়েছিল৷ তখনই তাঁর অধিনায়কত্ব ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর চলবে৷

ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি নতুন  নির্বাচন কমিটি , কোচিং স্টাফে বদলের কারণেই বিরাট কোহলির (Virat Kohli and BCCI) পরিস্থিতি আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে৷ এই বছর ফেব্রুয়ারি -মার্চ মাসে কোহলি শিখর ধাওয়ানকে দলে ঢোকানো নিয়ে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে হয়৷ তাঁর জন্য কার্যত লড়াই করতে হয়েছিল৷ নির্বাচকরা ধাওয়ানের জায়গায় বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম করা ওপেনারকে নিতে চেয়েছিলেন৷ কিন্তু কোহলি ধাওয়ানকে দলে ঢোকানোর জন্য সওয়াল করেছেন৷

আরও পড়ুন - Weather Forecast: Heavy Rainfallএ থেকে মুক্তি নেই Bengal-র, আরও ঘণীভূত হয়ে বাংলার ঘাড়ে নিঃশ্বাস নিম্নচাপের

এদিকে এরপর নির্বাচকরা শ্রীলঙ্কা সফরের জন্য শিখর ধাওয়ানকে দলের অধিনায়ক নির্বাচন করেন৷ মার্চে যে দল ঘোষণা নিয়ে উত্তেজনা হয়েছিল তাতে নির্বাচক ও অধিনায়কের সহমতে পৌঁছতে ৫ দিন লেগে গিয়েছিল৷ এদিকে সূত্র জানিয়েছে অধিনায়ক ও নির্বাচকদের (Virat Kohli and BCCI) মধ্যে কোনও বিবাদ নেই৷ তারা বলছেন মার্চে হওয়া ঘটনা পুরোটাই গুঞ্জন৷ কিন্তু কোহলির কাছের লোকজনরা বলছেন তাঁর আর নতুন করে প্রমাণ করার কিছু নেই৷ বিরাট শুধু নিজের চাপ কমাতে চান৷

আরও পড়ুন - Pak vs NZ: জারি Security Alert ! Pakistan এ সিরিজ খেলবে না New Zealand

খবর অনুযায়ি বিরাট কোহলি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ, প্রধান নির্বাচক নিজের সিদ্ধান্তের বিষয়ে বলে দিয়েছিলেন৷ তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছেন৷ বিরাট কোহলি টি টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়লেও একদিনের এবং টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব জারি রাখবেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: BCCI, Cricket, Virat Kohli