#নয়াদিল্লি: সুরেশ রায়না (Suresh Raina) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) মাঠের মধ্যে এবং মাঠের বাইরে জোর বন্ধুত্ব৷ এরা দুজনেই জাতীয় দলের বাইরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে-র জার্সিতেও একসঙ্গে খেলেন৷ এঁদের অনফিল্ড কেমিস্ট্রিও দারুণ৷ অনেক সময়েই দেখা যায় ক্রিকেটাররা যখন রেগে যান তখন নিজেদের ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ একে অপরের সঙ্গে ঝগড়াও করেন৷ সাধারণত এটা বেশিরভাগ সময়ে হয় যখন বিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে তাঁদের কোনও বিষয়ে সংঘাত হয়৷ কিন্তু একটি ম্যাচে দুই বন্ধু রায়না ও জাদেজা একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন৷
২০১৩ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারত সেলকোন কাপের ত্রিদেশীয় সিরিজ খেলছিলেন৷ তাতে আয়োজক ওয়েস্টইন্ডিজ ছাড়া শ্রীলঙ্কা ও ভারত ছিল৷ ধোনি ও কোম্পানি ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফর্ম করেছিল৷ তারপরেই এই সিরিজ খেলা হয়েছিল৷ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাঁকে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল৷ ধোনির অনুপস্থিতিতে বিরাট কোহলি প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব দেন৷ ভারত ও ওয়েস্টইন্ডিজের মধ্যে তৃতীয় ম্যাচ ছিল৷
ম্যাচে টিম ইন্ডিয়া খুব ভালো কিছু করতে পারেনি৷ কিন্তু ম্যাচে হঠাৎই এই অস্থিরতা তৈরি হয়৷ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) -র বলে দলের সেরা ফিল্ডার সুরেশ রায়না (Suresh Raina) ক্যাচ ফেলে দেয়৷ ওয়েস্টইন্ডিজ রান তাড়া করতে নেমে অলরকাউন্ডার রবীন্দ্র জাদেজা বল করছিলেন৷ তখনই সুরেশ রায়না ক্যাচ ফেলে দেয়৷ এটা নিয়ে দলের দুই ক্রিকেটারের মধ্যে গণ্ডগোল শুরু হয় মাঠের মধ্যেই৷
ম্যাচের কথা বললে ওয়েস্টইন্ডিজ ভারতকে প্রথমে ব্যাট করতে দেয়৷ অধিনায়ক হিসেবে বিরাট কোহলি নিজের প্রথম ম্যাচে তিনি শতরান করেন আর শিখর ধাওয়ান ৬৯ রান করেন৷ ভারত ৭ উইকেটে ৩১১ রান করে৷ ওয়েস্টইন্ডিজ ১৭১ রান (৩৪ ওভার) অলআউট হয়ে যায়৷ ১০২ রানে হেরে যায় ওয়েস্টইন্ডিজ৷ এরপর শ্রীলঙ্কা -র বিরুদ্ধেও পরপর দুটি ম্যাচে জিতে ত্রিদেশীয় সিরিজ জিতে নেয় ভারত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।