Home /News /sports /
সুখবর, বিলেতে Virat-এর সঙ্গী Anushka, ভামিকা, ভারতীয় দল নিয়ে যেতে পারবে পরিবার মিলল ছাড়পত্র

সুখবর, বিলেতে Virat-এর সঙ্গী Anushka, ভামিকা, ভারতীয় দল নিয়ে যেতে পারবে পরিবার মিলল ছাড়পত্র

Anushka Sharma will accompany Virat Kohli in UK - Photo Courtetsy-Twitter

Anushka Sharma will accompany Virat Kohli in UK - Photo Courtetsy-Twitter

Wtc final -র আগে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য সুখবর, দীর্ঘ সফরে সঙ্গী হবেন পরিবার৷

 • Share this:

  #মুম্বই: কয়েকদিন ধরেই দুশ্চিন্তা চলছিল ়যে ইংল্যান্ড সফলে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেটারদের স্ত্রী ও পরিবাররা যেতে পারবেন কিনা৷ অবশেষে মঙ্গলবার এল সুখবর৷ যেখানে  জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে যেতে পারবে তাঁদের পরিবার৷ অর্থাৎ লম্বা ইংল্যান্ড সফরে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে যাবেন অনুষ্কা শর্মা৷ ইউকে গর্ভনমেন্টের পক্ষ থেকে ভারতীয় দলের পরিবার সহ ইংল্যান্ড সফরের ছাড়পত্র পাওয়া গেছে৷ আসলে করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতি অত্যন্ত বেহাল৷ সমস্ত দেশ নিজের নিজের মতো করে এই  মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই  করছে৷

  বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল প্রায় চার মাসের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছে৷ এখানেই হবে এবারের প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship final) ৷  তারপর সেখানে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে  টেস্ট  (Test), তিনটি একদিনের ম্যাচ ( ODIs), আর ৩  টি টিয়োন্টি (T20I) ম্যাচ৷

  বিলেতে বিরাটের সঙ্গে যাচ্ছেন অনুষ্কা ও তাঁদের সদ্যোজাত কন্যাসন্তান ভামিকা৷ চাটার্ড ফ্লাইটে মহিলা ও পুরুষ ক্রিকেট দল ইংস্যান্ডে যাবে৷ লন্ডনে তারা যাবে ৩ জুন৷ সাদাম্পটনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC final) ৷

  এদিকে এর আগে  বিরাট কোহলি এই মুহূর্তে কোয়ারেন্টাইনে মুম্বইতে৷ এরপর ভারত ইংল্যান্ড যাবে সেখানে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship final) খেলবে৷ এছাড়াও তারা এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ টি টেস্টের সিরিজ খেলবে৷ ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে জুনের ১৮ তারিখ৷ কোহলি (Virat Kohli) শনিবার নিজের ফ্যানদের জন্য একটি প্রশ্নোত্তর সেশন করেন৷ সেখানেই নানা বিষয়ে প্রশ্ন ওঠে৷ তিনি ইনস্টাগ্রামে অনেক প্রশ্নের উত্তর দেন৷

  একজন ফ্যান তাঁকে জিজ্ঞাসা করেছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে তাঁর সম্পর্কের বন্ধন কি রকম? মাহির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তিনি মাত্র দু‘টি শব্দ খরচ করলেন৷ তিনি উত্তরে লিখেছেন, "Trust, respect"- -অর্থাৎ ‘‘বিশ্বাস ও শ্রদ্ধা’৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Anushka Sharma, Indian Cricket Team, Virat Kohli

  পরবর্তী খবর