#মেলবোর্ন: অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত ৷ অ্যাডিলেডে ঐতিহাসিক ও লজ্জাজনক হারের পর মেলবোর্নে ভারতীয় দলের ম্যাজিক পারফরম্যান্স ৷ ধন্য ধন্য করছে সব মহল৷ দলে ছিলেন না চার সিনিয়র ক্রিকেটার৷ নামগুলি - হল বিরাট কোহলি, রোহিত শর্মা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি৷ কিন্তু তারপরেও দলগত পারফরম্যান্সে সব বিভাগে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে ম্যাচ জিতেছে ভারত৷
বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন তাই তিনি খেলতে পারেননি৷ অন্যদিকে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না রোহিত শর্মা অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইন নিয়মের জন্য৷ প্রথম টেস্টে মারাত্মক চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মহম্মদ শামি৷ দলের প্রধান ব্যাটিং স্তম্ভ ও স্ট্রাইক বোলারের এ হেন অবস্থার পরেও মাত্র চারদিনেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে নেওয়ার ঔদ্ধত্য দেখাতে পেরেছে টিম ইন্ডিয়া৷ অজিঙ্ক রাহানের নেতৃত্বে মূলত তরুণ ব্রিগেড কাঁপিয়ে পারফরম্যান্স করেছে৷
অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রথম ইনিংসের শতরানই এদিনের ভারতের জয়ের অন্যতম ভিত্তি৷ তাছাড়া অলরাউন্ড পারফরম্যান্সে রবীন্দ্র জাদেজা, বল হাতে তরুণ সিরাজ, অভিজ্ঞ বুমরাহ -অশ্বিন কামাল করেছেন৷ ব্যাট হাতে তরুণ শুভমান গিলও ঝকঝকে৷
এদিকে টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ দলের দুই সিনিয়র ৷ বিরাট কোহলি ও রোহিত শর্মা৷
বিরাট নিজের ট্যুইট বার্তায় লিখেছেন, ‘What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here’ -অর্থাৎ ‘ কী দারুণ জয়, পুরো দলের তরফে দারুণ প্রচেষ্টা, ছেলেদের জন্য এর থেকে বেশি খুশি হতে পারতাম না, বিশেষত জিঙ্কসের জন্য যে এভাবে দলকে একটি দারুণ জয়ে নেতৃত্ব দিয়েছে৷ এখান থেকে শুধুই সামনে এগোনো আর ওপরে ওঠা৷ ’
What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳
— Virat Kohli (@imVkohli) December 29, 2020
এদিকে তৃতীয় টেস্টে থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তৈরি রোহিত শর্মাও প্রশংসায় দলকে ভরিয়ে দিয়েছেন ৷ তিনি নিজের ট্যুইটে লিখেছেন, ‘Fantastic win for the Team India at the MCG. Character and composure shown throughout the game was excellent to watch’ - অর্থাৎ ‘ এমসিজিতে ভারতীয় দলের জন্য দারুণ জয়৷ পুরো ম্যাচেই চরিত্র ও দলের গঠন রঙ দেখিয়েছে , দেখার জন্য দারুণ ম্যাচ৷’
Fantastic win for the Team India at the MCG. Character and composure shown throughout the game was excellent to watch @bcci
— Rohit Sharma (@ImRo45) December 29, 2020
সব মিলিয়ে সিরিজ ১-১ করে শুধু সম্মান বাড়ানো নয় নিজেদের মনোবলও অনেকটা এগিয়ে ২০২০ শেষ করছে ভারতীয় ক্রিকেট দল৷